২০১৮ সালে অনুষ্ঠিত ৩৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা (স্বাস্থ্য ক্যাডার) সাধারণ জ্ঞান প্রশ্নপত্র ও উত্তর সমাধান।
সাধারণ জ্ঞান
১. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) অক্সিজেন
ঘ) ওজোন
উত্তরঃ নাইট্রোজেন
২. মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
ক) ১২ ই এপ্রিল , ১৯৭১
খ) ১০ ই এপ্রিল, ১৯৭১
গ) ১৪ ই এপ্রিল , ১৯৭১
ঘ) ১৭ ই এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ১০ ই এপ্রিল, ১৯৭১
৩. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) জার্মানি
ঘ) ইতালি
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৪. ‘জীবন থেকে নেওয়া ‘ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক) আমজাদ হোসেন
খ) আলমগীর
গ) জহির রায়হান
ঘ) সুভাষ দত্ত
উত্তরঃ জহির রায়হান
৫. জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
ক) বাস্তুবাদ
খ) মার্ফ্রবাদ (মার্ক্সবাদ)
গ) গঠনবাদ
ঘ) উদারতাবাদ
উত্তরঃ উদারতাবাদ
৬. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক) ইস্টানা আইল্যান্ড
খ) সেনার আয়ল্যান্ড
গ) ম্যারিনা বে
ঘ) সেন্তোসা
উত্তরঃ সেন্তোসা
৭. কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
ক) মিয়ানমার
খ) চীন
গ) সিঙ্গাপুর
ঘ) ব্রুনাই
উত্তরঃ মিয়ানমার
৮. খনার বচন’ -এর মূলভাব কি?
ক) লৌকিক প্রণয়সঙ্গীত
খ) শুদ্ধ জীবনযাপন রীতি
গ) সামাজিক মঙ্গলবোধ
ঘ) রাষ্ট্র পরিচালনা নীতি
উত্তরঃ শুদ্ধ জীবনযাপন রীতি
৯. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
ক) ১,৭২,০০০ কোটি টাকা
খ) ১,৭৩,০০০ কোটি টাকা
গ) ১,৭০,০০০ কোটি টাকা
ঘ) ১,৭১, ০০০ কোটি টাকা
উত্তরঃ ১,৭৩,০০০ কোটি টাকা
১০. বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস ‘ কোন বিষয়ের সঙ্গে জড়িত ?
ক) আন্তর্জাতিক অভিবাসন নীতি
খ) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
গ) অস্ত্র নিয়ন্ত্রণ
ঘ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
উত্তরঃ নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
১১. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
ক) ১০ নং সেক্টর
খ) ১১ নং সেক্টর
গ) ৮ নং সেক্টর
ঘ) ৯ নং সেক্টর
উত্তরঃ ১০ নং সেক্টর
১২. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
ক) জুন ২২, ১৭৫৭
খ) জুন ২৪, ১৭৫৭
গ) জুন ২৩, ১৭৫৭
ঘ) জুন ২৫, ১৭৫৭
উত্তরঃ জুন ২৩, ১৭৫৭
১৩. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
ক) ইইউ
খ) ভারত
গ) কানাডা
ঘ) চীন
উত্তরঃ ইইউ
১৪. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
ক) প্রাচীন গ্রীস সময়কাল
খ) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
গ) ১৬০০-১৮০০ সাল
ঘ) প্রাচীন রোম শাসনকাল
উত্তরঃ ১৬০০-১৮০০ সাল
১৫. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
ক) জেনেভা
খ) ভিয়েনা
গ) জেদ্দা
ঘ) বাগদাস
উত্তরঃ জেনেভা
১৬. জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?
ক) হিলারি ক্লীন্টন
খ) থেরেসা মে
গ) এঞ্জেলা মার্কেল
ঘ) শেখ হাসিনা
উত্তরঃ শেখ হাসিনা
১৭. বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ ?
ক) ১৪.৭৯ শতাংশ
খ) ১৬ শতাংশ
গ) ১২ শতাংশ
ঘ) ১৮ শতাংশ
উত্তরঃ ১৮ শতাংশ
১৮. ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে?
ক) ইউএম এন ও
খ) বারিসান ন্যাশনাল
গ) পাটি পেরিকাতান
ঘ) পাকাতান -হারুপান
উত্তরঃ পাকাতান -হারুপান
১৯. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক) ১৯১১ সালে
খ) ১৯১২ সালে
গ) ১৯০৮ সালে
ঘ) ১৯০৯ সালে
উত্তরঃ ১৯১১ সালে
২০. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
ক) হোয়াংহো নদীর তীরে
খ) ইয়াংসিকিয়াং নদীর তীরে
গ) নীলনদের তীরে
ঘ) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
উত্তরঃ ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
২১. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
ক) রাষ্ট্রপতি
খ) জাতীয় সংসদ
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পীকার
উত্তরঃ রাষ্ট্রপতি
২২. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক) বক্র
খ) গরল
গ) কুটিল
ঘ) জটিল
উত্তরঃ গরল
২৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ৪৭
খ) ৮৭
গ) ৯১
ঘ) ১৪৩
উত্তরঃ ৮৭
২৪. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?
ক) লিসবন
খ) কনস্টান্টিনোপল
গ) প্যারিস
ঘ) ভিয়েনা
উত্তরঃ কনস্টান্টিনোপল
২৫. ফলকেটিং কোন দেশের আইন সভা?
ক) ডেনমার্ক
খ) বেলজিয়াম
গ) নরওয়ে
ঘ) ফিনল্যান্ড
উত্তরঃ ডেনমার্ক
২৬. Cozy Bear একটি কি?
ক) চুক্তি
খ) হ্যাকার গ্রুপ
গ) বিনোদনকেন্দ্র
ঘ) নদী
উত্তরঃ হ্যাকার গ্রুপ
২৭. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
ক) মন্টেনেগরো
খ) লিথুয়ানিয়া
গ) আলবেনিয়া
ঘ) ক্রোয়েশিয়া
উত্তরঃ মন্টেনেগরো
২৮. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) মন্ত্রী
ঘ) সচিব
উত্তরঃ সচিব
২৯. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
ক) মালয়েশিয়া
খ) মিয়ানমার
গ) ভারত
ঘ) থাইল্যান্ড
উত্তরঃ মিয়ানমার
৩০. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
ক) পূর্ব এশিয়া
খ) মধ্য আমেরিকা
গ) মধ্যপ্রাচ্য
ঘ) পূর্ব আফ্রিকা
উত্তরঃ মধ্য আমেরিকা
৩১. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
ক) বাহরাইন
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) মিশর
ঘ) কুয়েত
উত্তরঃ কুয়েত
৩২. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছিলেন?
ক) নিউজ উইরুল (উইকস)
খ) দি ইকনমিস্ট
গ) টাইম
ঘ) গার্ডিয়ান
উত্তরঃ নিউজ উইরুল (উইকস)
৩৩. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতসিংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
ক) ৫০
খ) ৫১
গ) ৪৮
ঘ) ৪৯
উত্তরঃ ৫১
৩৪. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৫টি
ঘ) ৬টি
উত্তরঃ ৭টি
৩৫. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
ক) জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
খ) প্লাস্টিক দূষণকে পরাজিত করি
গ) সবুজ বিশ্ব গড়ে তুলি
ঘ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
উত্তরঃ প্লাস্টিক দূষণকে পরাজিত করি
৩৬. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
ক) ৩৫ বছর
খ) ২৫ বছর
গ) ২০ বছর
ঘ) ৩০ বছর
উত্তরঃ ২৫ বছর
৩৭. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
ক) ১৯৩৩
খ) ১৯৩৪
গ) ১৯৩১
ঘ) ১৯৩২
উত্তরঃ ১৯৩৩
৩৮. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
ক) অনুচ্ছেদ ২৩
খ) অনুচ্ছেদ ২৪
গ) অনু্চ্ছেদ ২১
ঘ) অনুচ্ছেদ ২২
উত্তরঃ অনুচ্ছেদ ২২
৩৯. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
ক) ৭.৮০ শতাংশ
খ) ৮.০০ শতাংশ
গ) ৭.২৮ শতাংশ
ঘ) ৭.৬৫ শতাংশ
উত্তরঃ ৭.৮০ শতাংশ
বাংলা
১. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
ক) উপনেতা
খ) উপভোগ
গ) উপগ্রহ
ঘ) উপসাগর
উত্তরঃ উপভোগ
২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
ক) বৈকুণ্ঠের খাতা
খ) জামাই বারিক
গ) বিবাহ-বিভ্রাট
ঘ) হিতে বিপরীত
উত্তরঃ বৈকুণ্ঠের খাতা
৩. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
ক) গাজী মিয়াঁর বস্তানী
খ) আলালের ঘরের দুলাল
গ) হুতোম প্যাঁচার নক্সা
ঘ) কলিকাতা কমলালয়
উত্তরঃ গাজী মিয়াঁর বস্তানী
৪. ‘বেদান্তগ্রন্থ’ ও দেদান্তসার’ কার রচনা?
ক) রাজা রামমোহন রায়
খ) গোলকনাথ শর্মা
গ) রামরাম বসু
ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ রাজা রামমোহন রায়
৫. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?
ক) আমজাদ হোসেন
খ) হুমায়ূন আহমেদ
গ) শওকত ওসমান
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ হুমায়ূন আহমেদ
৬. ‘জীবন থেকে নেয়া ‘ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক) আমজাদ হোসেন
খ) আলমগীর
গ) জহির রায়হান
ঘ) সুভাষ দত্ত
উত্তরঃ জহির রায়হান
৭. ‘খনার বচন’ -এর মূলভাব কি?
ক) লৌকিক প্রণয়সঙ্গীত
খ) শুদ্ধ জীবনযাপন রীতি
গ) সামাজিক মঙ্গলবোধ
ঘ) রাষ্ট্র পরিচালনা নীতি
উত্তরঃ শুদ্ধ জীবনযাপন রীতি
৮. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
ক) দুঃ + অবস্থা
খ) দূর + বস্থা
গ) দুর + বস্থা
ঘ) দুর + অবস্থা
উত্তরঃ দুঃ + অবস্থা
৯. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
ক) করছিলাম
খ) করেছি
গ) করছি
ঘ) করব
উত্তরঃ করব
১০. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?
ক) বিষ্ণু দে
খ) বুদ্ধদেব বসু
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ বুদ্ধদেব বসু
১১. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক) তামসিক
খ) বারুই
গ) পান-ব্যবসায়ী
ঘ) পর্ণকার
উত্তরঃ তামসিক
১২. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক) বক্র
খ) গরল
গ) কুটিল
ঘ) জটিল
উত্তরঃ গরল
১৩. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ক) পদ্মমণি
খ) পদ্মাবতী
গ) পদ্মগোখরা
ঘ) পদ্মরাগ
উত্তরঃ পদ্মরাগ
১৪. বিভক্তহীন নাম – শব্দকে কী বলে?
ক) প্রাতিপাদিক
খ) নাম -পদ
গ) মৌলিক শব্দ
ঘ) কৃদন্ত শব্দ
উত্তরঃ প্রাতিপাদিক
১৫. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। ‘ _ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?
ক) অনন্বয়ী অব্যয়
খ) অনুকার অব্যয়
গ) পদান্বয়ী অব্যয়
ঘ) অনুসর্গ অব্যয়
উত্তরঃ অনন্বয়ী অব্যয়
১৬. কোনটি অপাদান কারক?
ক) গৃহহীনে গৃহ দাও
খ) জিজ্ঞাসিব জনে জনে
গ) ট্রেন স্টেশন ছেড়েছে
ঘ) বনে বাঘ আছে
উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে
১৭. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ক) ভ্রমণ কাহিনী
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) কবিতা
উত্তরঃ উপন্যাস
১৮. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
ক) অজানা
খ) দোতলা
গ) আশীবিষ
ঘ) কানাকানি
উত্তরঃ কানাকানি
১৯. ‘আগুন’ -এর সমার্থক শব্দ কোনটি?
ক) ভাতি
খ) অনল
গ) অংশ
ঘ) জ্যোতি
উত্তরঃ অনল
২০. প্রতাপ আদিত্য কে ছিলেন?
ক) বাংলার বারো ভুঁইঞাদের একজন
খ) রাজপুত রাজা
গ) বাংলার শাসক
ঘ) মোগল সেনাপতি
উত্তরঃ বাংলার বারো ভুঁইঞাদের একজন
২১. ‘Hand out’ – এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:
ক) হস্তপত্র
খ) জ্ঞাপনপত্র
গ) তথ্যপত্র
ঘ) প্রচারপত্র
উত্তরঃ জ্ঞাপনপত্র
২২. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন__
ক) সতীন সরকার
খ) সৈয়দ আলী আহসান
গ) সৈয়দ শামসুল হক
ঘ) নিজে চেষ্টা করুন
উত্তরঃ নিজে চেষ্টা করুন
২৩. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
ক) বিশেষ্য ও ক্রিয়া
খ) বিশেষণ ও ক্রিয়া
গ) বিশেষ্য ও বিশেষণ পদে
ঘ) ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
ইংরেজি
1. A person who believes that laws and governments are not necessary is known as __
ক) a militant
খ) an anarchist
গ) a terrorist
ঘ) an extremist
উত্তরঃ an anarchist
2. He went to ______ hospital because he had ___ heart attack.
ক) no article , an
খ) a , an
গ) the , no article
ঘ) no article , a
উত্তরঃ no article , a
3. The word ‘florid ‘ indicates
ক) flour
খ) foliage
গ) floor
ঘ) flower
উত্তরঃ flower
4. Complete the following sentence : ‘Had I known you were waiting outside, I ___
ক) had invited you to come in
খ) would invite you to come in
গ) would be inviting you to come in
ঘ) would have invited you to come in
উত্তরঃ would have invited you to come in
5. A soporific speech is likely to __
ক) be incomprehensible
খ) appeal primarily to emotions
গ) put one to sleep
ঘ) stimulate action
উত্তরঃ put one to sleep
6. Select the world with right spelling __
ক) Schizophrenia
খ) Seizophrania
গ) Scizophrenia
ঘ) Schizophrania
উত্তরঃ Schizophrenia
7. Love for the whole world is called __
ক) philanthropy
খ) misogyny
গ) benevolence
ঘ) misanthropy
উত্তরঃ philanthropy
8. when we want to mean a government by the richest class we use the term __
ক) Oligarchy
খ) Plutocracy
গ) Cryptocracy
ঘ) Aristocracy
উত্তরঃ Plutocracy
9. Hospitals __ the sick.
ক) operate
খ) treat
গ) admit
ঘ) nurse
উত্তরঃ treat
10. The warning of the authority falls on deaf ears. Here warning does the function of __
ক) adverb
খ) adjective
গ) verb
ঘ) noun
উত্তরঃ noun
11. The word ‘ culinary ‘ is related to
ক) printing
খ) cooking
গ) dress
ঘ) musical instruments
উত্তরঃ cooking
12. Identify the correct passive form of the sentence below : ‘ Do you Know them’?
ক) Are they known by you?
খ) Would they be known by you?
গ) Are they known with you ?
ঘ) Are they known to you?
উত্তরঃ Are they known to you?
13. ‘Panacea’ means__
ক) cure-all
খ) pancreatic
গ) widespread disease
ঘ) gland
উত্তরঃ cure-all
14. what is the plural number of ‘ovum’ ?
ক) ovams
খ) ovumes
গ) onums
ঘ) ova
উত্তরঃ ova
15. কোন শব্দযুগলটি ভিন্ন ?
ক) False , True
খ) Sharp , Blunt
গ) Love, Affection
ঘ) Abundance , Scarcity
উত্তরঃ Love, Affection
16. ‘A christams carol’ is a __ by charles Dickens .
ক) ballad
খ) sketch story
গ) historical novel
ঘ) short novel
উত্তরঃ short novel
17. ‘There was a small reception following the wedding: The word ‘following’ in the sentence above is a/an __
ক) preposition
খ) adjective
গ) adverb
ঘ) noun
উত্তরঃ preposition
18. which of the following words has been formed with a prefix?
ক) amoral
খ) authentic
গ) amnesia
ঘ) aspersions
উত্তরঃ amoral
19. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
ক) Lieaftenant
খ) Leaftenant
গ) Leiftenant
ঘ) Lieutenant
উত্তরঃ Lieutenant
20. ‘To be’ or not to be that is the question ‘, __ is a famous soliloquy from__
ক) Macbeth
খ) King lear
গ) Othello
ঘ) Hamlet
উত্তরঃ Hamlet
21. ‘Geriatrics’ is the branch of medicine concerned with the diseases and care of __
ক) newly-weds
খ) old women
গ) newborn babies
ঘ) old people
উত্তরঃ old people
22. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand :: Leaf :
ক) Flower
খ) Twig
গ) Tree
ঘ) Branch
উত্তরঃ Twig
সাধারণ বিজ্ঞান
১. which of the following malignancies is associated with radiation?
ক) Burkitt’s lymphoma
খ) Acute lyumphoblastic leukaemia
গ) Ovarian carcinoma
ঘ) Maltoma
উত্তরঃ Acute lyumphoblastic leukaemia
২. Immediate blood transfusion reaction includes :
ক) Hypokalaemia
খ) Circulating over load
গ) Air embolism
ঘ) Hypercalcemia
উত্তরঃ Air embolism
৩. which one of the following clotting factor is called primary clotting factor?
ক) Labile factor
খ) Antehemophilic factor
গ) Fibrinogen
ঘ) Stable factor
উত্তরঃ Fibrinogen
৪. Which of the following may cause hyperglycemia?
ক) Frusemide therapy
খ) Multiple myeloma
গ) Cushing’s syndrome
ঘ) ypoparathyroidism
উত্তরঃ Multiple myeloma
৫. Cardinal feature of atopic dermatitis is :
ক) Scratching
খ) Swelling
গ) Increased IgM level
ঘ) Widespread oily skin
উত্তরঃ Scratching
৬. BCG vaccine at birth causes :
ক) Controlled primary infection
খ) Prevention of MDR tuberculosis
গ) Prevention of primary tuberculosis
ঘ) Prevention of secondary tuberculosis
উত্তরঃ Controlled primary infection
৭. Carcinogenic shock may be due to :
ক) Hypovolumia
খ) Neurogenic
গ) Pump failure
ঘ) Infection
উত্তরঃ Pump failure
৮. ‘Ghon Focus is situated in :
ক) Peritoneum
খ) Lung
গ) Pleura
ঘ) Pericardium
উত্তরঃ Lung
৯. Simple squamous epithelium is found in :
ক) Lining of fallopian tube
খ) Endothelium
গ) Lining of gall bladder
ঘ) Lining of urinary blandder
উত্তরঃ Endothelium
১০. which of the following condition is not precancerous?
ক) Cervical dysplasia
খ) Glycogen storage disease
গ) Solar keratosis of skin
ঘ) Ulcerative colitis
উত্তরঃ Glycogen storage disease
১১. In which region deep, fascia is absent ?
ক) Neck
খ) Abdominal wall
গ) Sole
ঘ) Face
উত্তরঃ Face
১২. Non cardiac causes of atrial fibrillation is :
ক) chronic kidney disease
খ) stroke
গ) Pneumonia
ঘ) Chronic liver disease
উত্তরঃ Pneumonia
১৩. The value of lung tidal volume is :
ক) 500 ml
খ) 5000 ml
গ) 1500 ml
ঘ) 2000 ml
উত্তরঃ 500 ml
১৪. Mycobacterium leprae has special predilection for :
ক) Schwann cells
খ) Dorsal root ganglion
গ) Epithelium
ঘ) Lymphatics
উত্তরঃ Schwann cells
১৫. which of the following occurs during reverse transcription polymerase chain reaction?
ক) Used to amplify DNA
খ) RNA is converted to DNA
গ) Proteins are converted to DNA
ঘ) DNA is converted to RNA
উত্তরঃ RNA is converted to DNA
১৬. DNA is found in:
ক) Chromosome
খ) Lysosome
গ) Golgi complex
ঘ) Ribosome
উত্তরঃ Chromosome
১৭. The drug of choice for cerebral malaria is :
ক) Oral doxycycline
খ) Combination of sulphametoxazole and pyremethamine
গ) Oral quinine
ঘ) Injectable artesunat
উত্তরঃ Injectable artesunat
১৮. All are functions of epithelial tissue except :
ক) Contractility
খ) Globulin synthesis
গ) Absorption
ঘ) Secretion
উত্তরঃ Globulin synthesis
১৯. Causes of bilateral le swelling does not always include:
ক) Kidney failure
খ) Deep vein thrombosis
গ) Hypoprotenaenia
ঘ) Heat failure
উত্তরঃ Hypoprotenaenia
২০. Mutable risk factor of hypertension is:
ক) sex
খ) Family history
গ) Age
ঘ) Smoking
উত্তরঃ Smoking
২১. Features of fibroadenoma include :
ক) Common age after 30 years
খ) Stroma is scanty
গ) Usually multiple
ঘ) Rectangular in shape
উত্তরঃ Usually multiple
২২. which of the following structure passes through the aortic opening of the diaphragm?
ক) Thoracic duct
খ) Vagal trunk
গ) Azygos vein
ঘ) Inferior venacava
উত্তরঃ Thoracic duct
২৩. Abnormal constituent of urine is :
ক) Disodium mono hydrogen phosphate
খ) Albumin
গ) Creatinine
ঘ) Urea
উত্তরঃ Albumin
২৪. Male external genital organ includes:
ক) Penis
খ) Prostate
গ) Seminal vesicle
ঘ) Epididymis
উত্তরঃ Penis
২৫. Pre XDR tuberculosis means:
ক) TB resistant to isoniazid, rifampicin and ciproflozacin
খ) TB resistant to inoniazid , rifampicin and pyrazinamide
গ) T B resistant to isoniazid and rifampicin
ঘ) TB resostant to isoniazid and ciproflozacin
উত্তরঃ TB resistant to isoniazid, rifampicin and ciproflozacin
২৬. Elastic cartilage is not found in :
ক) Auricle of ear
খ) Epiphyseal plate of bone
গ) Auditroy tube
ঘ) Epiglottis
উত্তরঃ Epiphyseal plate of bone
২৭. Serum sodium level is:
ক) 135-145 mmol/L
খ) 145-155 mmol /L
গ) 130-140 mmol /L
ঘ) 125-140 mmol /L
উত্তরঃ 135-145 mmol/L
২৮. X-linked recessive disorder is :
ক) Polycystic kidnmey disease
খ) Wilson’s disease
গ) Alkaptonuria
ঘ) Hemophilia
উত্তরঃ Hemophilia
২৯. karyotype of Turner syndrom is
ক) 46 XX
খ) 47 XXY
গ) 45 XO
ঘ) 45 XY
উত্তরঃ 45 XO
৩০. Meiosis produces:
ক) 4 Haploid cells
খ) 2 Haploid cells
গ) 4 Diploid cells
ঘ) 2 Diploid cells
উত্তরঃ 4 Haploid cells
৩১. Extracellular matrix is more in :
ক) Muscular tissue
খ) Connective tissue
গ) Narvous tissue
ঘ) Epithelial tissue
উত্তরঃ Connective tissue
৩২. Blood group antigens are :
ক) Present in the RBC Membrane
খ) Present in the plasma
গ) present in the HB molecules
ঘ) Present in the dense granules of platelets
উত্তরঃ Present in the RBC Membrane
৩৩. In progressive phase of shock :
ক) Metabolic alkalosis
খ) There is wide spread tissue hypoxia
গ) Survival is not possible
ঘ) complete renal shutdown
উত্তরঃ There is wide spread tissue hypoxia
৩৪. Prednisolone 5 mg is equivalent to:
ক) Dexamethasone 2mg
খ) Dexamethasone 8mg
গ) Hydrocortisone 40mg
ঘ) Hydrocortisone 20mg
উত্তরঃ Hydrocortisone 20mg
৩৫. In adult, the daily loss of fluid in the feces, normally is:
ক) 150 ml
খ) 200 ml
গ) 50ml
ঘ) 100 ml
উত্তরঃ 100 ml
৩৬. which one of the following is a source of pulmonary embolism?
ক) Deep veins of leg
খ) IIiac arterics
গ) Mesentoric vein
ঘ) Postal vein
উত্তরঃ Deep veins of leg
৩৭. Extra pyramidal lesion causes:
ক) Cog wheel rigidity
খ) Hyper reflexion of lower limb
গ) Flacid paralysis
ঘ) Hyper kinesia
উত্তরঃ Cog wheel rigidity
৩৮. Extracellular structural protein is :
ক) Tubulin
খ) Gastrin
গ) Elastin
ঘ) Keratin
উত্তরঃ Elastin
৩৯. Main seat of peripheral resistance is
ক) Venule
খ) Capillary
গ) Arteriole
ঘ) Metaarteriole
উত্তরঃ Arteriole
৪০. Commonest cause of hepatic cirrhosis in Bangladesh is :
ক) HCV
খ) HEV
গ) HAV
ঘ) HBV
উত্তরঃ HBV
৪১. A 60 year old gentleman has been diagnosed as vitamin B12 deficiency due to pernicious anemia . which o the following is unlikely to happen?
ক) Posterioor column involvement
খ) Optic atrophy
গ) Corticospina tract involvement
ঘ) Seizure
উত্তরঃ Corticospina tract involvement
৪২. At which of the following is responsible for carpal tunnel syndrome/
ক) Median nerve compression
খ) Radial nerve compression
গ) Axillary nerve compression
ঘ) Ulnar nerve compression
উত্তরঃ Median nerve compression
৪৩. Autonomic ganglion are :
ক) Cholinergic
খ) Dopaminergic
গ) Adrenergic
ঘ) Noradrenergic
উত্তরঃ Cholinergic
৪৪. Clinical toxicity occurs in all of the following micro nutrients except :
ক) Fluoride
খ) Copper
গ) Iron
ঘ) Iodine
উত্তরঃ Iodine
৪৫. Sings of upper motor neuron lesion include all except:
ক) Loss of all reflexes
খ) Planter response extensor
গ) Weakness or paralysis of limb
ঘ) Hypertonia of muscles
উত্তরঃ Loss of all reflexes
৪৬. which disease is the mimicking anxiety disorder?
ক) Hypoglycaemia
খ) Temporal lobe epilepsy
গ) Alcohol withdrawal
ঘ) Hypothyroidism
উত্তরঃ Hypothyroidism
৪৭. In infants, defecation often follows a meal . The cause of colonic contractions in the situation is :
ক) The gastrocolic reflex
খ) The enterogastric reflex .
গ) Histamine
ঘ) Increased circulating level of CCk
উত্তরঃ The enterogastric reflex .
৪৮. Smooth muscle is found in :
ক) Wall of blood vessel
খ) Tongue
গ) Soft palate
ঘ) Diaphargm
উত্তরঃ Wall of blood vessel
৪৯. Medial boundary of the femoral ring is formed by:
ক) Lecunar ligament
খ) Remoral vein
গ) Pectineus muscle
ঘ) Inguinal ligament
উত্তরঃ Lecunar ligament
৫০. Erythrocytes fetal-is may develop when :
ক) Rh (+) mother carries Rh (+) fetus
খ) Rh (-) mother carrier Rh (-) fetus
গ) Rh (+) mother carries Rh (-) fetus
ঘ) Rh (-) mother carries Rh (+)
উত্তরঃ Rh (-) mother carries Rh (+)
৫১. Dermis:
ক) Contain melanocytes
খ) possess keratinocytes
গ) Is a layer of epithelial tissue
ঘ) Is formed by connective tissue
উত্তরঃ Is formed by connective tissue
৫২. Heparin is :
ক) Secreted by goblet cell
খ) Found in the bone marrow
গ) A natural articoagulant
ঘ) An enzyme
উত্তরঃ A natural articoagulant
৫৩. which of the following type of necrosis is seen in acute myocardial infarction?
ক) Coagulative necrosis
খ) Fat necrosis
গ) Caseous necrosis
ঘ) Gangrenous necrosis
উত্তরঃ Coagulative necrosis
৫৪. The major patho physiologic abnormality of Dengue shock syndrome is :
ক) Plasma leakage
খ) Thrombocytopenia
গ) High haematocrit
ঘ) Leukopenia
উত্তরঃ Plasma leakage
৫৫. Christmas disease develops due to deficiency of clotting factor :
ক) VII
খ) IZ
গ) V
ঘ) VII
উত্তরঃ IZ
৫৬. Drug causing increased uric acid level is:
ক) Colchichine
খ) Levofloxacin
গ) Pyrazinamide
ঘ) Steroid
উত্তরঃ Pyrazinamide
৫৭. Drug used in ‘Scabies’ is:
ক) Sulfasalazine
খ) Ivermectin
গ) Permethrin
ঘ) Streptomycin
উত্তরঃ Permethrin
৫৮. Following are the causes of vertigo except:
ক) Vestibular neuritis
খ) Bell’s palsy
গ) Benign positional vertigo
ঘ) Acoustic neuroma
উত্তরঃ Bell’s palsy
৫৯. Adult polycystic kidney disease is a condition of :
ক) Autosomal dominent trait
খ) Autonormal recessive
গ) chromosomal abnormality
ঘ) X-linked recssive
উত্তরঃ Autosomal dominent trait
৬০. Superior mesentric artery supplies blood to :
ক) Gall bladder
খ) The appendix
গ) 1st part of duodenum
ঘ) let 1/ 3rd of transverse colon
উত্তরঃ The appendix
৬১. Rh incompatibility is:
ক) Cytotoxic
খ) Delayed hypersensitivity
গ) A topic
ঘ) Anaphylactic
উত্তরঃ Cytotoxic
৬২. Urinary bladder is lined by :
ক) Columm=ner epithelium
খ) Cuboidal epithelium
গ) Squamous epithelium
ঘ) Transitional epithelium
উত্তরঃ Transitional epithelium
৬৩. Histamin causes:
ক) Vasodilatation
খ) Bradycardia
গ) Hypertension
ঘ) Vasoconstriction
উত্তরঃ Vasodilatation
৬৪. Neonates may be infected with all except:
ক) Malaria
খ) Shigellosis
গ) Brucellosis
ঘ) Hepatitis B virus
উত্তরঃ Malaria
৬৫. Detrusor muscle is a muscle of
ক) Urogenital diaphragm
খ) Urinary bladder
গ) Scrotum
ঘ) Spermatic cord
উত্তরঃ Urinary bladder
৬৬. During sleep, there is fall in the circulating level of hormone except :
ক) Growth hormone
খ) Insulin
গ) Adrenaline
ঘ) Cortisol
উত্তরঃ Growth hormone
৬৭. Microcytic hypochrmic anemia is found in:
ক) Thalassaemia
খ) Multiple myeloma
গ) Liver disease
ঘ) Infective endocarditis
উত্তরঃ Thalassaemia
৬৮. Confirmatory marker for Virimic stage of Hepatitis B virus (HBV) infection is:
ক) HBV DNA
খ) Anti-HBcgG
গ) HBsAg
ঘ) Anti -HBs
উত্তরঃ HBV DNA
৬৯. The tissue macrophage is derived from :
ক) Eosinophil
খ) Helper T cell
গ) Lymphocyte
ঘ) Monocyte
উত্তরঃ Monocyte
৭০. which components not present in CSF?
ক) Erythrocyte
খ) Leucocyte
গ) Glucose
ঘ) protein
উত্তরঃ Erythrocyte
৭১. Ovulation occurs:
ক) During the midpart of menstruation
খ) During the midpart of menstruation
গ) During female orgasm
ঘ) 14 days after the onset of menstruation
উত্তরঃ During the midpart of menstruation
৭২. Insulin increases:
ক) Glycogenesis
খ) Glucong=eogenesis
গ) Lipolysis
ঘ) Ketogenesis
উত্তরঃ Glycogenesis
৭৩. Medial surface of brain is supplied by:
ক) Veroebrao artery
খ) porterior inferior cerebellar atery
গ) Middle cerebral arlery
ঘ) Anterior cerebral atery
উত্তরঃ Anterior cerebral atery
৭৪. clinical cyanosis is due to:
ক) Feta hemoglobin
খ) Biliverdin
গ) Adult hemoglobin
ঘ) Reduced hemoglobin
উত্তরঃ Feta hemoglobin
৭৫. Which of the following crosses the ureter in the female as it approaches the uncontroversial junction?
ক) Obturator nerve
খ) Internal illiac artery
গ) ovarian artery
ঘ) Uterine artery
উত্তরঃ Uterine artery
৭৬. Compared to hepatic bile , gall bladder bile contains a reduced concentration of which of the following?
ক) Protein
খ) Glucose
গ) Water
ঘ) Bile acids
উত্তরঃ Bile acids
৭৭. Parasitic infection associated with anemia is :
ক) Onchocerca volvulus
খ) Necator americanus
গ) Loa loa
ঘ) W. bancrofti
উত্তরঃ Necator americanus
৭৮. The supporting cells of nervous system is called .
ক) Ganglia
খ) Purkinjec cell
গ) Neuron
ঘ) Neuroglia
উত্তরঃ Neuroglia
৭৯. Basal cell carcinoma includes:
ক) Mutation of RB gene occur
খ) Early lesions of pale translucent papules
গ) No metastasis
ঘ) Typically at the non sum exposure
উত্তরঃ No metastasis
৮০. Plasma clearance value of glucose is :
ক) 125ml /min
খ) 140ml/min
গ) 0ml / min
ঘ) 75ml / min
উত্তরঃ 0ml / min
৮১. Milk ejection in female is caused by :
ক) Prolactin
খ) Oxytocin
গ) Oestrogen
ঘ) Progesterone
উত্তরঃ Oxytocin
৮২. which one is false about lung?
ক) The left lung has only an o blique fissure
খ) The left lung is divided into 3 lobes
গ) Conical in shape
ঘ) The right lung is slightly larger than the left
উত্তরঃ The left lung is divided into 3 lobes
৮৩. Site of absorption of vitamin B12 is :
ক) Jejunum
খ) IIeum
গ) Stomach
ঘ) Duodenum
উত্তরঃ IIeum
৮৪. The function of mitochondria includes :
ক) Vesicle transport
খ) Proton pump operation
গ) Anaerobic glycolysis
ঘ) Activation of intrinsic pathway of apoptosis
উত্তরঃ Proton pump operation
৮৫. which of the following is a tumoros marker?
ক) CRP
খ) Ferritin
গ) PSA
ঘ) CS 19-9
উত্তরঃ CS 19-9
৮৬. Amout of Hb contained in late counterblast is
ক) 30 pg
খ) 35 pg
গ) 20 pg
ঘ) 25 pg
উত্তরঃ 30 pg
৮৭. Exotoxin mediated disease is :
ক) 30pg
খ) 35 pg
গ) 20 pg
ঘ) 25 pg
উত্তরঃ 20 pg
৮৮. Exotoxin mediated disease is:
ক) Kuru
খ) Nipah encephalitis
গ) Necrotizing fascitis
ঘ) Wegencr’s gramulomatosis
উত্তরঃ Necrotizing fascitis
৮৯. Atherosclerosis:
ক) Is a progressive inflammatory disorder of arterial wall
খ) Involves only some blood vessels of body
গ) Begin after 40 years
ঘ) Charactesized by focal deposition of collgen , protein and fat
উত্তরঃ Is a progressive inflammatory disorder of arterial wall
৯০. Morphological appearance of necrosis is the result of :
ক) Mummification of cells
খ) Intra celluler alkalosis
গ) Denaturation of intracellular proteins
ঘ) Saponification of cells
উত্তরঃ Denaturation of intracellular proteins
৯১. The superficial inguinal ring is an opening in the :
ক) External oblique aponeurosis
খ) Fascia transversalis
গ) Internal oblique aponeurosis
ঘ) Conjoint tendon
উত্তরঃ External oblique aponeurosis
৯২. Acute heart failure may occur in
ক) Myxedema
খ) Laparomatous condition
গ) Rheumatoid arthritis
ঘ) Rheumatic fever
উত্তরঃ Myxedema
৯৩. The rectum :
ক) Is related anteriorly to the cervix
খ) Has a venous drainage into the superior vena cava
গ) Begins infront of the 1st sacral vertebra
ঘ) Has a lining of stratified squamous epithelium
উত্তরঃ Is related anteriorly to the cervix
৯৪. Nephrotic syndrome includes:
ক) Oliguria
খ) Overt proteinuria
গ) Hematuria
ঘ) Hypertension
উত্তরঃ Overt proteinuria
৯৫. Which vitamin is not synthesised in body?
ক) Vit _A
খ) Biotin
গ) Vit _D
ঘ) Vit _ K
উত্তরঃ Vit _A
৯৬. Rx-39 strip test is used to diagnose:
ক) Dengue fever
খ) Tuberculosis
গ) Malaria
ঘ) Kala -azar
উত্তরঃ Kala -azar
৯৭. Causes of renal failure in multiple myeloma includes all except :
ক) Hypocalcaemia
খ) Amyloild deposition
গ) Membranous glomerulonephritis
ঘ) Para protein deposition
উত্তরঃ Hypocalcaemia
ssc 2022 since answer please