সবারে বাসিব ভালো, করিব না আত্নপর ভেদ
সংসারে গড়ির এক নতুন সমাজ।
মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ।
দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত,
মানুষে মানুষে হল কত হানাহানি।
এবার মােদের পুণ্যে সমুদিবে প্রেমের প্রভাত
সােল্লাসে গাহিবে সবে সৌহার্দ্যের বাণী।
হিংসা-দ্বেষ রহিবে না, কেহ কারে করিবে না ঘৃণা।
পরস্পরে বাঁধি দিব প্রীতির বন্ধনে
বিশ্বজুড়ে এক সুরে বাজিবে গাে মিলনের বীণা
মানব জাগিবে নব জীবন স্পন্দনে।
সারমর্মঃ সবাই সবাইকে ভালােবেসে এক মৈত্রীর বন্ধন গড়ে তােলা সম্ভব। মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ, আপন-পর ভেদ, যুদ্ধসংঘাত, কখনই মঙ্গল বয়ে আনতে পারে না। সংসারে যাবতীয় মঙ্গল কেবলই প্রেম-প্রীতি, ভালােবাসাময় মৈত্রীর বন্ধনে নিহিত। তাই সকলের উচিত হিংসা-বিদ্বেষ ভুলে সকলকে প্রীতির বন্ধনে আবদ্ধ করা। তবেই সমাজে শান্তি বিরাজ করবে।