২০১০ সালে অনুষ্ঠিত ৩০তম বিসিএস (30th BCS) প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) প্রশ্নপত্র ও উত্তর। আশা করছি তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে। #BCS #Question #Solution #30th #General #Knowledge
৩০তম বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান |
৩০তম বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান
১. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
ক) ১২১২
খ) ১২০০
গ) ১২০৪
ঘ) ১২১১
উত্তরঃ ১২০৪
২. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) হাতিয়া
ঘ) বরিশাল
উত্তরঃ বরিশাল
৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ২ টি
উত্তরঃ ৪ টি
৪. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ক) ফরিদপুর
খ) চাঁদপুর
গ) চট্টগ্রাম
ঘ) নারায়ণগঞ্জ
উত্তরঃ ফরিদপুর
৫. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
ক) টেকনাফ
খ) কক্সবাজার
গ) পটুয়াখালী
ঘ) খুলনা
উত্তরঃ পটুয়াখালী
৬. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
ক) ৩১-১০-০৭
খ) ১-১১-০৭
গ) ৩-১১-০৭
ঘ) ১-১০-০৭
উত্তরঃ ১-১১-০৭
৭. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ক) ঢাকা
খ) লাহোর
গ) দিল্লি
ঘ) চট্টগ্রাম
উত্তরঃ লাহোর
৮. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
ক) গাজারিয়া
খ) গাজীপুর
গ) সাভার
ঘ) ভালুকা
উত্তরঃ গাজারিয়া
৯. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
ক) ১৯৯৮
খ) ১৯৯৯
গ) ২০০০
ঘ) ২০০১
উত্তরঃ ২০০০
১০. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
ক) আম
খ) কাঁঠাল
গ) কলা
ঘ) পেঁপে
উত্তরঃ কাঁঠাল
১১. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ঢাকা
খ) কাঠমাণ্ডু
গ) থিম্পু
ঘ) মালে
উত্তরঃ থিম্পু
১২. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
ক) EU
খ) WTO
গ) NATO
ঘ) FIFA
উত্তরঃ WTO
১৩. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
ক) ডিনামাইট
খ) বিদ্যুৎ
গ) পোলিও টিকা
ঘ) কয়লা
উত্তরঃ ডিনামাইট
১৪. নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
ক) জাপান
খ) যুক্তরাজ্য
গ) ফ্রান্স
ঘ) সুইডেন
উত্তরঃ সুইডেন
১৫. হাজার হ্রদের দেশ কোনটি?
ক) নরওয়ে
খ) ফিনল্যান্ড
গ) ইন্দোনেশিয়া
ঘ) জাপান
উত্তরঃ ফিনল্যান্ড
১৬. কোথায় সেনাবাহিনী নেই?
ক) সুদান
খ) সাইপ্রাস
গ) মালদ্বীপ
ঘ) ভুটান
উত্তরঃ মালদ্বীপ
১৭. কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৬৩ সালে
খ) ১৮৬৮ সালে
গ) ১৮৬৬ সালে
ঘ) ১৮৬১ সালে
উত্তরঃ ১৮৬৩ সালে
১৮. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক) ২৬ জুন
খ) ১ আগস্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর
১৯. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯০৪
খ) ১৯২৪
গ) ১৯১৪
ঘ) ১৯০৫
উত্তরঃ ১৯০৪
২০. কিরগিজস্তানের রাজধানী কোথায়?
ক) বিশকেক
খ) আলমাআতা
গ) আশখাবাদ
ঘ) উলানবাটো
উত্তরঃ বিশকেক
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।