Uncategorized

পত্র লিখন : বৃক্ষরােপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে পত্র

Rate this post

বৃক্ষরােপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে পত্র

 

বৃক্ষরােপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে বন্ধুর নিকট একটি পত্র রচনা কর।

২০ জুন, ২০২০
রংপুর
প্রিয় সাজ্জাদ,
চিঠির শুরুতে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিস। আশা করি ভালাে আছিস। গতকাল তাের পত্র পেয়েছি। তুই ‘বৃক্ষরােপণ সপ্তাহ পালন’-এর প্রয়ােজনীয়তা সম্পর্কে জানতে চেয়েছিস। পত্র পাঠে জানতে পারলাম তুই ভালাে আছিস। যাক, পর সংবাদ গত ৫ জুন থেকে বৃক্ষরােপণ সপ্তাহ শুরু হয়েছে। আমাদের প্রধান শিক্ষক স্কুল মাঠের উত্তর কোণে একটি নিমগাছের চারা রােপণ করে বৃক্ষরােপণ সপ্তাহের সূচনা করেন। পরে আমরা ছাত্রছাত্রীরা একটি করে চারা রােপণ করি। ব্যক্তিগত ও জাতীয় জীবনে বৃক্ষরােপণ সপ্তাহের প্রয়ােজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে বৃক্ষরােপণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোনাে না কোনােভাবে বৃক্ষের ওপর নির্ভরশীল। তাছাড়া বৃক্ষ মানুষের ত্যাগ করা ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে আর জীবন রক্ষাকারী অক্সিজেন প্রদান করে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ থেকে প্রাপ্ত ফল এবং কাঠ অনেক পরিবারেরই আয়ের উৎস। গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি কাজে প্রচুর কাঠ ব্যবহার করা হয়। প্রয়ােজনের তুলনায় বাংলাদেশে বনভূমির পরিমাণ অতি নগণ্য। তারপরও এদেশের মানুষ প্রয়ােজনে অপ্রয়ােজনে বৃক্ষ কেটে চলেছে। ফলে প্রকৃতিতে দেখা দিচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। ঋতু পরিক্রমা তার স্বাভাবিকতা হারিয়ে ফেলছে। প্রকৃতি নির্ভর আমাদের কৃষি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। অতএব, জরুরি ভিত্তিতে বৃক্ষরােপণ এবং তা রক্ষণাবেক্ষণের ব্যাপারে প্রত্যেকেরই আরও বেশি সচেতন হওয়া উচিত। বৃক্ষরােপণ সপ্তাহে আমাদের এবারের স্লোগান ‘একটি বৃক্ষ, একটি অক্সিজেন কারখানা’। 

বৃক্ষরােপণ অভিযানে তােদের স্কুল থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা জানাবি। তােদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি।

ইতি,

তােরই বন্ধু ইশতিয়াক।

প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

One Comment

মন্তব্য করুন

সারমর্ম

সারমর্মঃ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম, মা গাে, তােমায় ভালােবেসে

2.6/5 - (28 votes)
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
সার্থক জনম, মা গাে, তােমায় ভালােবেসে ।
জানি নে তাের ধনরতন আছে কি না রানির মতন, 
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তােমার ছায়ায় এসে।
কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, 
কোন গগনে ওঠে রে চাদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তােমার আলাে প্রথম আমার চোখ জুড়ালাে 
ওই আলােতে নয়ন মেলে মুদব নয়ন শেষে ৷
সারমর্ম: জন্মভূমির প্রতি মানুষের টান সহজাত। জন্মভূমির আলাে-বাতাস, গাছপালা, মাটি ও পরিবেশ মানুষের জীবনের জিয়নকাঠি। জন্মভূমি ধনসম্পদের আকর না হলেও মানুষ জন্মভূমিকে ভালােবাসে জীবনকে সার্থক মনে করে। আর শেষ ইচ্ছা হিসেবে জন্মভূমির মাটিতে চিরদ্রিায় শায়িত হতে চায় ।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

সারমর্ম

সারমর্ম : পরের মুখে শেখা বুলি পাখির মতাে কেন বলিস?

4.8/5 - (143 votes)

সারমর্ম : পরের মুখে শেখা বুলি পাখির মতাে কেন বলিস?

পরের মুখে শেখা বুলি পাখির মতাে কেন বলিস?

পরের ভঙ্গি নকল করে নটের মতাে কেন চলিস? 

তাের নিজস্ব সর্বাঙ্গে তাের দিলেন ধাতা আপন হাতে, 

মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে? 

আপনারে যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে, 

অলীক, ফাঁকি, মেকি সে জন নামটা তার কদিন বাঁচে? 

পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যারে, 

খাটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।

সারমর্ম ঃ প্রতিটি মানুষই কিছু স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। অন্যকে অনুসরণ করতে গেলে তার নিজস্ব বৈশিষ্ট্য ও গুণাবলির সৃজনশীল বিকাশের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। বস্তুত, স্বকীয় বৈশিষ্ট্য ও গুণাবলি প্রকাশের মাধ্যমেই মানুষ সত্যিকারের মর্যাদা অর্জন করতে পারে।

অন্যভাবে লিখা যায়ঃ অনুকরণ সর্বদাই নিন্দনীয়। তাই অনুকরণ না করে এবং কারও মুখাপেক্ষী না হয়ে, নিজের যা আছে তাকে শ্রম ও প্রতিভা দিয়ে বিকশিত করতে হবে। নিজের সামান্য সম্পদই যথার্থ মূল্যবান। আত্মপরিচয়ে মধ্যেই যথার্থ মর্যাদা নিহিত ।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button