গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে
প্রতিটি মানব শিশুর জীবনে প্রথম পরিবেশ হল গৃহ। আর আমাদের আশেপাশের সব কিছু নিয়ে গৃহ পরিবেশ সৃষ্টি হয়। তাই ঘরের ভিতরে এবং বাহিরের অংশ নিয়ে গঠিত হয় আমাদের গৃহপরিবেশ ।
মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই নির্ভর করে গৃহ পরিবেশের উপর।
গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে আমি কিভাবে ভূমিকা রাখবঃ গৃহের পরিবেশ ও সৌন্দর্য বর্ধনের জন্য সবার প্রথমে গৃহপরিবেশ কে কয়েকটি ভাগে ভাগ করা প্রয়োজন। যেমন গৃহের বিভিন্ন ঘর বা কক্ষ, ছাদ বা চালা, বারান্দা ও আঙ্গিনায় ইত্যাদি।
ক) গৃহের বিভিন্ন ঘর বা কক্ষের জিনিসপত্র পরিপাটিভাবে গুছিয়ে রাখার, কক্ষের ভিতরে আনাছে-কানাছে জমে থাকা ময়লা, ঘরের মেঝে ইত্যাদি পরিস্কারের মাধ্যমে গৃহের
সৌন্দর্য বর্ধন করতে পারি। খ) অনেক সময় দেখা যায় গৃহের ছাদ বা চালায় বিভিন্ন ধরনের ময়লা জমে থাকে। যা গৃহের
সৌন্দর্য নষ্ট করে। তাই কিছু দিন অন্তর অন্তর ছাদ বা চালা পরিস্কার করতে পারি। তাছাড়া গৃহের ছাঁদে শোভাবর্ধনকারী ফুল গাছ লাগাতে পারি।
গ) বারান্দা গৃহের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। গৃহের অন্যান কক্ষের চাইতে বারান্দা বেশি ময়লা হয়ে থাকে। তাই প্রতিদিন বারান্দা পরিষ্কার করার মাধ্যমে গৃহের সৌন্দর্য বর্ধন করতে পারি। এছাড়া বারান্দায় শোভাবর্ধনকারী ফুল গাছ লাগাতে পারি।
ঘ) গৃহের আঙিনা হলো গৃহের বাহিরের অংশ। ঘরের আঙিনা যেমন উঠানে প্রতিদিনই ময়লা আবর্জনা জমে তাই প্রতিদিন গৃহের আঙিনা পরিস্কার করতে পারি। আর গৃহের সৌন্দর্য বৃদ্ধির জন্য আঙ্গিনায় হরেক রকমের ফল গাছ যেমন: আম গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, মরিচ গাছ, লেবু গাছ প্রভৃতি লাগাতে পারি।
(ঙ) এছাড়া গৃহের আঙ্গিনায় বা খালি জায়গায় হরেক রকমের ফুল গাছ লাগাতে পারি। এতে একদিকে যেমন নিজের মননশীলতার বিকাশ ঘটে অন্যদিকে গৃহের গৃহের সৌন্দর্য ফুটে উঠে।
Thanks for giving such a useful answer. Best of luck