সারমর্ম

সারমর্মঃ বিপদে মােরে রক্ষা করাে, এ নহে মাের প্রার্থনা।

Daraz cupon Code
বিপদে মােরে রক্ষা করাে, এ নহে মাের প্রার্থনা।
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে-ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখ যেন করিতে পারি জয়। 
সহায় মাের না যদি জুটে, নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা,
নিজের মনে না যেন মানি ক্ষয়
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
তরিতে পারি শকতি যেন রয়। 
আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্তনা,
বহিতে পারি এমনি যেন হয়।

সারমর্ম : জীবন চলার পথে ঘাত-প্রতিঘাত, বিপদ-আপদ আসবেই। কেবল মানসিক দৃঢ়তাই পারে মানুষকে এগুলাে থেকে উত্তরণ করতে অন্যের করুণা-নির্ভর না হয়ে সংগ্রামী চেতনা ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে মানুষ দুঃখ-কষ্ট, বিপদ-বঞ্চনা মোকাবেলা করতে পারে। এ আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তিই জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে পারে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Uncategorized

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে ৬ দিন: মাউশি

Daraz cupon Code

 

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে ৬ দিন: মাউশি
ফাইল ছবি

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শ্রেণি পাঠদানের ব্যাপারে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সাথে স্কুল-কলেজের প্রধানদের এক বৈঠকে একটি মৌলিক রুটিন প্রণয়ন করা হয়েছে। 

সম্পর্কিত টপিক

শিক্ষার্থীদেরকে  তিন ফুট দূরত্বে বসানো হবে। শুধু তাই নয় ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে ৬ দিন। অন্যদিকে ২০২২ সালের পরীক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে দুইদিন। অন্যান্য স্তরে ক্লাস হবে সোমবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ ৪ দিন। 

জানা গেছে আগামীকাল বুধবার রুটিনটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Uncategorized

গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে

Daraz cupon Code
গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে

প্রতিটি মানব শিশুর জীবনে প্রথম পরিবেশ হল গৃহ। আর আমাদের আশেপাশের সব কিছু নিয়ে গৃহ পরিবেশ সৃষ্টি হয়। তাই ঘরের ভিতরে এবং বাহিরের অংশ নিয়ে গঠিত হয় আমাদের গৃহপরিবেশ ।
মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই নির্ভর করে গৃহ পরিবেশের উপর।  
গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে আমি কিভাবে ভূমিকা রাখবঃ

গৃহের পরিবেশ ও সৌন্দর্য বর্ধনের জন্য সবার প্রথমে গৃহপরিবেশ কে কয়েকটি ভাগে ভাগ করা প্রয়োজন। যেমন গৃহের বিভিন্ন ঘর বা কক্ষ,  ছাদ বা চালা,  বারান্দা ও  আঙ্গিনায় ইত্যাদি।

ক) গৃহের বিভিন্ন ঘর বা কক্ষের জিনিসপত্র পরিপাটিভাবে গুছিয়ে রাখার,  কক্ষের ভিতরে আনাছে-কানাছে জমে থাকা ময়লা, ঘরের মেঝে ইত্যাদি পরিস্কারের  মাধ্যমে গৃহের সৌন্দর্য বর্ধন করতে পারি।

খ) অনেক সময় দেখা যায় গৃহের ছাদ বা চালায়  বিভিন্ন ধরনের ময়লা জমে থাকে। যা গৃহের সৌন্দর্য নষ্ট করে। তাই কিছু দিন অন্তর অন্তর ছাদ বা চালা পরিস্কার করতে পারি। তাছাড়া গৃহের ছাঁদে শোভাবর্ধনকারী ফুল গাছ লাগাতে পারি।

সম্পর্কিত টপিক
গ) বারান্দা গৃহের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। গৃহের অন্যান কক্ষের চাইতে বারান্দা বেশি ময়লা হয়ে থাকে। তাই প্রতিদিন বারান্দা পরিষ্কার করার মাধ্যমে গৃহের সৌন্দর্য বর্ধন করতে পারি। এছাড়া বারান্দায় শোভাবর্ধনকারী ফুল গাছ লাগাতে পারি।
ঘ) গৃহের আঙিনা হলো গৃহের বাহিরের অংশ। ঘরের আঙিনা যেমন উঠানে প্রতিদিনই ময়লা আবর্জনা জমে তাই প্রতিদিন গৃহের আঙিনা পরিস্কার করতে পারি। আর গৃহের সৌন্দর্য বৃদ্ধির জন্য আঙ্গিনায় হরেক রকমের ফল  গাছ যেমন: আম গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, মরিচ গাছ, লেবু গাছ প্রভৃতি লাগাতে পারি।

(ঙ) এছাড়া গৃহের আঙ্গিনায় বা খালি জায়গায় হরেক রকমের ফুল গাছ লাগাতে পারি। এতে একদিকে যেমন নিজের মননশীলতার বিকাশ ঘটে অন্যদিকে গৃহের গৃহের সৌন্দর্য ফুটে উঠে। 



 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button