ছােট বালুকার কণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তােলে মহাদেশ, সাগর অতল।
মুহূর্ত নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ,
গড়ে যুগ-যুগান্তর- অনন্ত মহান।
প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ,
ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ।
প্রতি করুণার দান, স্নেহপূর্ণ বাণী,
এ ধরায় স্বর্গ শােভা নিত্য দেয় আনি।
সারমর্মঃ ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। এজন্য ক্ষুদ্র বলে কোনােকিছুকে অবজ্ঞা, অবহেলা করতে নেই। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা মিলে মহাদেশ আর বিন্দু বিন্দু জলকণা মিলে সাগর, মহাসাগর গড়ে ওঠে। আবার সামান্য ভুলভ্রান্তি, অপরাধ কখনাে কখনাে বিরাট আকার ধারণ করতে পারে এবং ভয়ংকর সর্বনাশ ডেকে আনতে পারে। তেমনি প্রেম-প্রীতি, ভালােবাসা এ পৃথিবীতে অনাবিল স্বর্গসুখ এনে দিতে পারে।