৩১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১১ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর
৩১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১১
১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক) ময়নামতি
খ) সোনারগাঁ
গ) ঢাকা
ঘ) পাহাড়পুর
উত্তরঃ সোনারগাঁ
২. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
ক) সপ্তম
খ) নবম
গ) একাদশ
ঘ) ত্রয়োদশ
উত্তরঃ নবম
৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯২১
খ) ১৯২৫
গ) ১৯২৯
ঘ) ১৯৩৩
উত্তরঃ ১৯২১
৪. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
ক) ১৩৭
খ) ১৩৮
গ) ১৪৭
ঘ) ১৫০
উত্তরঃ ১৩৭
৫. কে বাংলার সাল গণনা শুরু করেন?
ক) লক্ষ্মণ সেন
খ) ইলিয়াস শাহ্
গ) বিজয় সেন
ঘ) আকবর
উত্তরঃ আকবর
৬. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ক) চট্টগ্রাম
খ) রাঙামাটি
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) জামালপুর
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
৭. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
ক) ৮ টি
খ) ৫ টি
গ) ৪ টি
ঘ) ৩ টি
উত্তরঃ ৮ টি
৮. রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
ক) ৬২৭ কি.মি.
খ) ৫২৯ কি.মি.
গ) ৪১২ কি.মি.
ঘ) ৩০৭ কি.মি.
উত্তরঃ ৪১২ কি.মি.
৯. নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) জার্মানি
উত্তরঃ জাপান
১০. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
ক) ১৯৮৮
খ) ১৯৮৫
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৯
উত্তরঃ ১৯৮৮
১১. হাজার হ্রদের দেশ কোনটি?
ক) নরওয়ে
খ) ফিনল্যান্ড
গ) ইন্দোনেশিয়া
ঘ) জাপান
উত্তরঃ ফিনল্যান্ড
১২. পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
ক) মালয়েশিয়া
খ) ইন্দোনেশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার
উত্তরঃ থাইল্যান্ড
১৩. হারারে’র পূর্ব নাম কি?
ক) সলসব্যারী
খ) রোডেসিয়া
গ) জিবুতি
ঘ) জায়ারে
উত্তরঃ সলসব্যারী
১৪. কবে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
ক) ১৭৮৯
খ) ১৭৯১
গ) ১৭৯৫
ঘ) ১৮০০
উত্তরঃ ১৭৮৯
১৫. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) যুক্তরাজ্য
ঘ) রাশিয়া
উত্তরঃ যুক্তরাজ্য
১৬. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
ক) দাউদ খাঁ
খ) জহির শাহ
গ) নাদির শাহ
ঘ) নজীবুল্লাহ
উত্তরঃ জহির শাহ
১৭. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
ক) ইরাক
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) আলজেরিয়া
উত্তরঃ আলজেরিয়া
১৮. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
ক) ইসরাইল ও জর্ডান
খ) ভারত ও পাকিস্তান
গ) চীন ও তাইওয়ান
ঘ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
উত্তরঃ ভারত ও পাকিস্তান
১৯. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ক) কলাম্বিয়া
খ) নিকারাগুয়া
গ) কোস্টারিকা
ঘ) এল সালভাদর
উত্তরঃ কোস্টারিকা
২০. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
ক) অস্ট্রেলিয়া
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন
উত্তরঃ চীন
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
ক্লাস অষ্টম অ্যাসাইনমেন্ট den na Ken