অনুচ্ছেদ

মে দিবস – অণুচ্ছেদ (May Day)

4.9/5 - (220 votes)
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ মে দিবস অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে বেশি পরিচিত। মে দিবস শ্রমিকদের আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও ঐক্যবন্ধনের একটি স্মারক
মে দিবস
অণুচ্ছেদ
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে পরিচিত। প্রতি বছর মে মাসের ১ তারিখে  বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশ দিনটি উদযাপিত করে। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। মে দিবস শ্রমজীবী মানুষের একটি স্মরণীয় দিন। ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার শিকাগো শহরে শিল্পপতিদের শোষণের বিরুদ্ধে আত্মদানকারী শ্রমিকরা স্লোগান তোলে। তারা যাতে মানুষের মতো বাঁচতে পারে , সেই উদ্দেশ্যে এই আন্দোলনে তাদের কর্ম-ঘন্টা নির্ধারণে এবং তাদের মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের দাবি ওঠে । শিল্পপতিরা শ্রমিকদের এ আন্দোলন কঠোর হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফলে শিকাগো শহরের হে মার্কেট চত্বর শ্রমিকদের রক্তে রঞ্জিত হয়। শ্রমিকদের কন্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পুঁজিবাদী সরকার এবং তার প্রতিনিধিরা সম্ভাব্য সব পন্থাই অবলম্বন করে। শ্রমিক নেতাদের ফাঁসি দেওয়া হয়। কিন্তু অদম্য শ্রমিকরা জীবন বিসর্জন দিয়ে সফলতা অর্জন করে। বারো- তেরো ঘণ্টার পরিবর্তে আট ঘন্টা কর্ম সময়ের দাবি গৃহীত হয় এবং তাদের জীবনধারণের কতকগুলো সুবিধা দেওয়া হয়। মে দিবস গোটা পৃথিবীতে শ্রমিকদের একটি সংগ্রামের প্রতীক। মে দিবস শ্রমিকদের আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও ঐক্যবন্ধনের একটি স্মারক। ২০২১ সালের মে দিবসের প্রতিপাদ্য বিষয় হল ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’ তাই উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য মে দিবসে সকল শ্রমিকের ঐক্যবদ্ধ হওয়া উচিত।
আরও বিস্তারিত পড়ুনঃ মে দিবসের তাৎপর্য
PDF Download [8KB]

 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button