ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক? আলোকপাত কর

নাবিল নকিবের কাজগুলোতে অংশগ্রহণ না করে নকিবের কাজগুলোর মিথ্যাচার করতো।ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি আখলাকে যামিমাহর বা নিন্দনিয় চরিত্রের পরিচায়ক। নাবিল নকিবের উত্তম কাজগুলোকে হিংসার চোখে দেখেছিল এবং মিথ্যাচার করে বলতো নকিব নেতা হওয়ার জন্য জনসেবা করছেন। নাবিলের এরূপ মন্তব্য ইসলামের পরিপন্থি। কারণ সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর ও উন্নত করে। অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের কাছে ঘৃণিত ও নিন্দনীয়।
হযরত মুহাম্মদ (স.) বলেছেন:
“উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা” (মুসলিম)
ইসলামের দৃষ্টিতে মিথ্যাচার ও অহংকার ঘৃণিত একটি কাজ। অহংকারকারীদের আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন পবিত্র কুরআনের সূরা লুকমানের ১৮ তম আয়াতে বলেছেন:
“নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারকারীকে পছন্দ করেন না।”
তাছাড়া, নকিবের দৃষ্টিভঙ্গিতে পরশ্রীকাতরতা লক্ষ্য করা যায়। নাবিলের সম্মান ও উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষান্বিত হয়েছিল। পরশ্রীকাতরতা থেকেই ঈর্ষা ও শত্রুতা সৃষ্টি হয়। এবং পরবর্তীতে তা বিরুপ পতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি সমাজে ফিত্না-ফাসাদের সৃষ্টি করে।
সুতরাং আমাদের উচিত উত্তম চরিত্র গঠন করা এবং সেই সাথে অনন্যকেও উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করা।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

ভূল ভূল ভুল
Kothay vul vul vul?
Thanks
Answer ta valo hoi ni
Valo laglo na answer ta
Vul banan likhate vul
proshnote deya kayeser.apni disen nabiler
Vai apni ki uddipok porsen
naki direct copy korte send?
Thanks
ভুল উত্তর ।
পরশ্রীকাতরতা হবে main topic .
There so many wrong answers.
Ji vaiya thik bolsen
এখন ঠিক আছে। ধন্যবাদ। আমার কথায় ভুল ঠিক করাই । ঘৃণা হতে পরশ্রীকাতরতা লেখায়
ভাই নকিব তো সমাজ সেবা করে আপনি শেষ প্যারায় লিখছেন নকিব নাবিল্কে হিংসা করে এটা একদম ই ভুল। আর আপনি ৬ষ্ঠ সপ্তাহের টায় একটু সৃজনশীল আকারে উত্তর গুলা দিয়েন।প্লিজ।
this one has quite a lot of mistakes :(((((((
ধুর মিয়া,সবই তো ভুল,এত ভুল কেন?
তাড়াতাড়ি ঠিক করেন,নাহলে ওয়েবসাইট আর থাকবে না,বলে দিলাম।