![]() |
শিক্ষা ও মনুষ্যত্ব অনুচ্ছেদ |
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের অনুচ্ছেদ বিভাগ থেকে শিক্ষা ও মনুষ্যত্ব অনুচ্ছেদটি নিয়ে হাজির হয়েছি। মানবজীবনে শিক্ষা ও মনুষ্যত্ব দুইটিরই প্রয়োজন রয়েছে। উক্ত অনুচ্ছেদে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
শিক্ষা ও মনুষ্যত্ব অনুচ্ছেদ
শিক্ষা মানুষকে মুক্তির পথ দেখায়। তবে এ মুক্তি সম্ভব হয় না মনুষ্যত্ব অর্জন করতে না পারলে। মানুষের দুটি সত্তা একটি তার জীবসত্তা, অপরটি মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়ােজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের কাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবােধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবােধ সৃষ্টির উপায় মাত্র। শিক্ষা ও মনুষ্যত্ব মানুষের সভ্য হওয়ার মহত্তম সােপান। শিক্ষা মানুষকে তার জ্ঞানের পরিধি, জানার জগৎকে প্রসারিত করে তােলে। একজন মানুষকে প্রকৃত মানুষ হতে হলে মানবিক গুণাবলিসম্পন্ন হতে হবে। মানুষের জীবনে অর্থের প্রয়ােজনীয়তা রয়েছে কিন্তু অর্থই সব নয়। অর্থ উপার্জনের পাশাপাশি মানুষকে শিক্ষাও অর্জন করতে হবে, তবে শুধু অর্থ উপার্জনের জন্য শিক্ষা অর্জন করলে তা হবে মূল্যহীন। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। শিক্ষা মানুষের জীবনকে উপভােগ করতে শেখায়। আর মানুষ জীবনকে তখনই প্রকৃত উপায়ে উপভােগ করতে পারে যখন তার ভেতরে মানবিক গুণাবলির বিকাশ ঘটে। শিক্ষাই মানুষের মূল্যবােধ তৈরি করে মানুষকে করে তােলে মহান। এজন্যই নুষের জীবনে শিক্ষা ও মনুষ্যত্বের গুরুত্ব অপরিসীম।