
নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালাে,
যুগ জনমের বন্ধু আমার, আঁধার ঘরের আলাে।
সবাই মােরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মতাে থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধকজনে বিস্তারিত তার মতাে কে জানে?
বিনা মূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপাভরে।
সারমর্ম : নিন্দুক মানুষের পিছনে সর্বদা সমালােচনা করে। কিন্তু সে নিজেও বুঝতে পারে না এটা মানুষের জন্য মঙ্গলজনক। এর ফলে আমরা আমাদের ত্রুটি ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত হই। নিন্দুকের এ সমালােচনা পরােক্ষভাবে ব্যক্তি ও সমাজকে সচেতন করে তুলে। এদিক থেকে নিন্দুক মানুষের অপকারের চেয়ে উপকারই বেশি করে।
Thanks! Usefull!
খ এর শেষের টা কোথায়?