দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।
উদ্দীপকে দেওয়া আছে,
সেলসিয়াস স্কেলে দন্ডটির তাপমাত্রা C = 50° সেলসিয়াস
ফারেনহাইট স্কেলে দন্ডটির তাপমাত্রা F = ?
আমরা জানি,
C৫=F−৩২৯
৫০৫=F−৩২৯
বা, ৫(F−৩২)=৫০×৯
বা, ৫(F−৩২)=৪৫০
বা, F−৩২=৪৫০৫
বা, F−৩২=৯০
বা, F=৯০+৩২
বা, F=১২২
সুতরাং, ফারেনহাইট স্কেলে দন্ডটির তাপমাত্রা ছিল ১২২° ফারেনহাইট
অন্যান্য উত্তর
সংক্ষিপ্ত প্রশ্নঃ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Yeah boy