উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর।
আলোচ্য উদ্দীপকে লৌহ দন্ডটির অপরপ্রান্ত গরম হয়ে যাওয়ার কারণ হলো এর মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছিল। কঠিন পদার্থের কনাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না। তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হলে কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন না করে তাকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। কঠিন পদার্থ গুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালমিনিয়াম, দস্তা এগুলো দ্রুত তাপ পরিবহন করে। তাই রান্নার জন্য ধাতুর তৈরি পদার্থ ব্যবহার করা হয় এবং তা সুবিধাজনক।
অন্যান্য উত্তর
সংক্ষিপ্ত প্রশ্নঃ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Thank you ��❤️��
Ato kom lak la ke hoba?
bhalo
faltu
ato kom keno???
আরেকটু বড় করে লিখলে ভালো হতো।