গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনিটি ফেটে যায় কেন?

গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনিটি ফেটে যায় কারণ চিমনিটি তখন সংকুচিত হয়। যখন গরম চিমনিতে ঠাণ্ডা পানির ফোঁটা পরে তখন চিমনির ওই অংশের তাপমাত্রা কমতে থাকে এবং চিমনিটি সংকুচিত হতে থাকে। যেহেতু চিমনি (কাঁচ) তাপ কুপরিবাহী সেহেতু চিমনিটির তাপমাত্রা অসমভাবে হ্রাস পেতে থাকে। এর ফলে চিমনিটি অসমভাবে সংকুচিত হতে থাকে এবং এক পর্যায়ে চিমনিটি ফেটে যায়।
আরও উত্তরঃ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

ভাই আসমভাবে মানে কী?
আসমভাবে নয় অসমভাবে। অসমভাবে মানে হল সব জায়গায় সমানভাবে নয়।