Uncategorized

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

Daraz cupon Code
Rate this post
পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।



নার্সারি হলো চারা উৎপাদন কেন্দ্র যেখানে চারা উৎপাদন করে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়। নার্সারি চারা উৎপাদণে, পলিব্যাগে ব্যাগে চারা তৈরী সুবিধাজনক। কারনঃ
১। কম খরচে অল্প জায়গায় চারা উৎপাদন করা যায়।
২। খুব সহজে চারার পরিচর্যা করা যায়।
৩। প্রাকৃতিক দুর্যোগের সময় পলিব্যাগ সহজে নিরাপদ স্থানে নেওয়া যায়।
৪। সহজে চারা গাছের রোগ সনাক্ত করা যায়।
৫। চারা পৃথকীকরণ সহজ হয়।
আরও উত্তরঃ


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Uncategorized

একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো

Daraz cupon Code
Rate this post
একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো



(i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করলাম। লক্ষ্য করলাম পাথরটিকে খুব কাছে মনে হচ্ছে। কিন্তু বাস্তবে পাথরটি গ্লাসের তলায় রয়েছে। আসলে এখানে আলোর প্রতিসরণের অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। যার ফলে গ্লাসের উপর থেকে দেখলে পাথরটিকে পানির খুব কাছে মনে হচ্ছে।

(ii) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করলাম। লক্ষ্য করলাম পাথরটিকে খানিকটা উপরে, দৈর্য্যে কম এবং মোটা মনে হচ্ছে। আসলে আলোর প্রতিসরণের ফলে এমন হচ্ছে। এখানে ঘন মাধ্যমে পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে আমার চোখে প্রতিফলিত হচ্ছে। যার ফলে পাথরটির নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে। 
(iii) গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে পাথরটিকে দেখার চেষ্টা করলাম। লক্ষ্য করে দেখলাম যে পাথরটিকে বেশ ছোট মনে হচ্ছে। আসলে আলোর প্রতিসরণের কারণে পাথরটিকে ছোট মনে হচ্ছে। বস্তুতপক্ষে পাথরটির আকার ঠিকই আছে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

৯ টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button