স্বাস্থ্য কথা

প্লাস্টিকের বোতলে জল পান ডেকে আনতে পারে মৃত্যুঝুঁকি! জেনে নিন কীভাবে?

Rate this post

 

প্লাস্টিকের বোতলে জল পান ডেকে আনতে পারে মৃত্যুঝুঁকি! জেনে নিন কীভাবে?
আপনি কি জানেন যে একই প্লাস্টিকের বোতলে দিনের পর দিন পানি পান করলে বড় বিপদ ডেকে আনতে পারে?

অনেকেই গ্লাসের বদলে প্লাস্টিকের বোতলে পানি পান করেন। কিন্তু আপনি কি জানেন যে একই প্লাস্টিকের বোতলে দিনের পর দিন পানি পান করলে বড় বিপদ ডেকে আনতে পারে?

পানির অপর নাম জীবন।  কিন্তু ভুল ভাবে জল পান করলে জীবন অতিষ্ট হতেও বেশি সময় লাগে না। অনেকেই এখন গ্লাসের বদলে প্লাস্টিকের বোতলে পানি পান করেন। কিন্তু আপনি কি জানেন যে একই প্লাস্টিকের বোতলে দিনের পর দিন পানি পান করলে বড় বিপদ ডেকে আনতে পারে?

প্লাস্টিকের বোতলে পানি পানে যেসকল ক্ষতি হতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, ডিসপোজেবল (এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলে) প্লাস্টিকের বোতলে দিনের পর দিন পানি পান করলে শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। প্লাস্টিকের বোতল তৈরিতে বিসফেনল এ বা বিপিএ সহ একাধিক উপাদান ব্যবহার করা হয়, যা শরীরের জন্য বিষাক্ত। একই বোতল থেকে পানি পান করলে এই উপাদানগুলো বোতল থেকে শরীরে প্রবেশ করতে শুরু করে।

এই উপাদানগুলো রক্তে মিশে গেলে কিডনির সমস্যা হতে পারে। প্লাস্টিকের বোতলে গরম পানি ভর্তি থাকলে এই ঝুঁকি আরও বেড়ে যায়।

প্লাস্টিকের বোতলে জল পান ডেকে আনতে পারে মৃত্যুঝুঁকি! জেনে নিন কীভাবে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিকের বোতলে ক্ষতিকারক পদার্থ থাকে।

‘টাইপ ৭’ নামক এক ধরনের প্লাস্টিকের কারণেও প্রজনন সমস্যা হতে পারে। তা ছাড়া, বিপিএ হরমোন এবং ক্রোমোজোমের সমস্যাও সৃষ্টি করতে পারে।

পরিমাপ দেখায় যে যাদের প্রস্রাবে বিপিএ রাসায়নিকের ঘনত্ব বেশি তাদের হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। উপরন্তু, বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের সমস্যাযুক্ত ব্যক্তিদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ২.৪ গুণ বেশি।

প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ শরীরে প্রবেশ করতে পারে। প্লাস্টিকের মাইক্রোস্কোপিক কণাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘মাইক্রোপ্লাস্টিকস’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিকের বোতলে ক্ষতিকারক পদার্থ থাকে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

ভাবসম্প্রসারণ

বলাে মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ। স্বার্থমগ্ন যে জন বিমুখ। বৃহৎ জগৎ হতে, সে কখনাে শেখেনি বাঁচিতে

Rate this post

বলাে মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ। স্বার্থমগ্ন যে জন বিমুখ। বৃহৎ জগৎ হতে, সে কখনাে শেখেনি বাঁচিতে


বলাে মিথ্যা আপনার সুখ,
মিথ্যা আপনার দুঃখ।
স্বার্থমগ্ন যে জন বিমুখ।
বৃহৎ জগৎ হতে, সে কখনাে শেখেনি বাঁচিতে

মূলভাব : স্বীয় স্বার্থের গণ্ডিতে মানুষের জীবন হয়ে পড়ে নিষ্ফল। পক্ষান্তরে বৃহত্তর স্বার্থে আত্মনিয়ােগ করতে পারলে জীবন হয় সার্থক ও সফল!

সম্প্রসারিত ভাব : এ পৃথিবীতে বেঁচে থাকা মানে, কেবল শারীরিক অস্তিত্ব রক্ষা করা নয়। টিকে থাকা আর বাঁচার মধ্যে যােজন যােজন পার্থক্য রয়েছে। তেলাপােকা  সৃষ্টির আদিকাল থেকে কোনাে ধরনের বিবর্তন ছাড়াই টিকে আছে। কূপমণ্ডুক নিরাপদে টিকে থাকে দিনের পর দিন। কিন্তু এদের এই টিকে থাকায় কোনাে সার্থকতা নেই। বরং মুক্ত আকাশে স্বাধীন প্রজাপতির রঙিন পাখা মেলে যে উড়াউড়ি, তা শুধু টিকে থাকাই নয়, বেঁচে থাকা – সার্থকতার সাথে বেঁচে থাকা। তার জীবন হয়তাে অত্যল্পকালের! কিন্তু বিশ্বের আর সকল কিছুর সাথে নিজেকে সার্থকভাবে মিলিয়ে নিয়ে সেই স্বল্পায়ু জীবনকেও সে সমৃদ্ধ করে তুলেছে। একইভাবে মানুষের যথার্থ মনুষ্যত্বও ফুটে উঠে নিজেকে সবার সাথে মিলিয়ে নেয়ার মধ্যে, সবার মধ্যে বিলিয়ে দেয়ার মধ্যে। কারণ জগতের নিয়মই হচ্ছে Live and let live. অর্থাৎ, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। বস্তুত এই বােধই মানুষের সমাজ বন্ধনের মূলসূত্র। স্বার্থলােলুপ ও আত্মসুখপরায়ণতা মনুষ্যত্বের পরিপন্থী। জীবনে পরম সার্থকতা লাভের জন্য নিজের সুখ বা দুঃখকে মিথ্যা বলে বিবেচনা করতে হবে। স্বার্থপর ব্যক্তি বৃহত্তর জীবন থেকে স্বেচ্ছানির্বাসিত। পৃথিবীর ভালাে-মন্দ, সুখ-দুঃখ, মঙ্গল-অমঙ্গল তার হৃদয় মন স্পর্শ করে না ! তারা আপনাকে নিয়েই বিব্রত থাকে। মানব ধর্মের অবমাননাকারী এসব ব্যক্তি পৃথিবীর জঞ্জাল। তাদের বাঁচা মরা সমার্থক। কিন্তু যারা সত্যিকারের মানুষ তারা স্বার্থের কেন্দ্রবিন্দুতে নিজেকে আচ্ছন্ন করে রাখেন না।

মন্তব্য : জীবন মানে বাইরের জগতের সাথে ভাব বিনিময়। পার্থে জীবন উৎসর্গ করার মাধ্যমে মানব জীবন সার্থকতায় প্রােজ্জ্বল হয়ে উঠে। নিজের দুঃখকে তুচ্ছ মনে করে অপরের কল্যাণে নিজকে নিয়ােজিত করতে পারলেই জীবন সুখময় ও আনন্দময় হয়ে উঠবে। কবির ভাষায় বলা যায়,

সবারে বাসরে ভাল নইলে মনের কালি ঘুচবে নারে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Uncategorized

শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম নিয়ে মাউশির ৪ টি নির্দেশনামূলক প্রামাণ্যচিত্র

Rate this post
শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম নিয়ে মাউশির ৪ টি নির্দেশনামূলক প্রামাণ্যচিত্র

বর্তমান করোনা পরিস্থিতিতে কীভাবে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে তা নিয়ে চারটি নির্দেশনামূলক প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ (৫ সেপ্টেম্বর, ২০২১) আমার ঘরে আমার স্কুল ইউটিউব চ্যানেলে ভিডিও চারটি আপলোড করা হয়েছে। 

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালুকরণ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান-শিক্ষকমন্ডলী-শিক্ষার্থী-কর্মচারী-পরিচালনা পর্ষদ-অভিভাবকবৃন্দের জন্য চারটি নির্দেশনামূলক প্রামাণ্যচিত্র মাউশির ওয়েবসাইট ও ফেসবুক পেইজে আপলোড করা হয়। এবং ভিডিওগুলো প্রচারের জন্য অনুরোধ করা হয়। 

উল্লেখ্য যে,

১ নং প্রামাণ্যচিত্রটি প্রতিষ্ঠান প্রধান-শিক্ষকমন্ডলী-কর্মচারীদের জন্য নির্দেশনা। 

২ নং প্রামাণ্যচিত্রটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা।  যা শিক্ষা প্রতিষ্ঠান খুললে মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানাের প্রয়ােজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

৩ নং প্রামাণ্যচিত্রটি অভিভাবকবৃন্দের জন্য নির্দেশনা। 

৪ নং প্রামাণ্যচিত্রটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের জন্য নির্দেশনা।

মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত প্রামাণ্যচিত্রগুলি বিস্তরণের যথাযথ নির্দেশনা প্রদানসহ মনিটরিং এর প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Uncategorized

উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর

Rate this post

উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর


উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলঃ
 

ফসলের নামচাষ উপযোগী মাটি
আলুবেলে মাটি
গমদোআঁশ মাটি
পাটএঁটেল মাটি
তরমুজবেলে মাটি
বাদামবেলে মাটি
বাধাকপিএঁটেল মাটি

সৃজনশীল প্রশ্ন ১

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Uncategorized

পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর

Rate this post
পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর


বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ এর উপর নির্ভর করে। যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজন পরিবর্তিত হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হলঃ 
পৃথিবীর আকৃতির যেহেতু গোলাকার নয় সেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানসমূহ দূরে নয়। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়।
পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। কারণ যতই ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠা যায় ততোই বস্তুর ওজন কমতে থাকে। এ কারণে পাহাড় বা পর্বতশীর্ষে বস্তুর ওজন কম হয়।
পৃথিবীর  অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন রকম হতে পারে। যেমন ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় বস্তুর ওজন ততই কমতে থাকে। এজন্যই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

16 Comments

  1. আমরা পৃথিবী থেকে যত নিচে নামতে থাকব আমাদের ওজন তত বাড়তে থাকবে। যেমন সমুদ্রের তলদেশে ওজন বেশি হয়। নিচে নামতে থাকলে অভিকর্ষজ ত্বরন বাড়বে।

মন্তব্য করুন

প্রেমের কবিতাবাংলা কবিতাবিরহের কবিতারেদোয়ান মাসুদ

কবিতাঃ কষ্টগুলো আমারি থাক (রেদোয়ান মাসুদ)

Rate this post

কষ্টগুলো আমারি থাক
রেদোয়ান মাসুদ

আমার কষ্টগুলো আমারি থাক…
বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুক।
ঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোক
সকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুক।
আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই।
এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ?
চোখ দিয়ে ঝরা জলের মূল্য যে কত
তা হয়তোবা কোনদিন কল্পনাও করতে পারবেনা।
তাই আমিও চাইনা এ নিয়ে ভেবে কারো মাথার উপর
আবার পুরো আকাশটা ভেঙ্গে পড়ুক, 
মেঘে ঢেকে চোখ দুটি অন্ধ হোক।

সুখের নরম ছোঁয়ায় তোমার হৃদয়ে আবেগের ঝর্ণা বহুক
মুখে চাঁদের হাসিতে চারিদিকে আলোকিত হোক।
আমি সব সময় তোমার হৃদয়ে আনন্দের বন্যা দেখতে চাই
যা ছড়িয়ে তোমার পুরো শরীরে ভালবাসার ছোঁয়া লাগুক
পাখিদের গানে গানে মনটা আনন্দে ভরে উঠুক
হাসনাহেনার গন্ধে তোমার চারিপাশ শুভাসিত হোক
জ্যোৎস্না রাতের আলোতে চোখ দু’টি পুলকিত হোক।

আর দুনিয়ার যত হতাশা এসে আমাকে জাপটে ধরুক
নষ্ট লোকের মস্ত অপবাদ আমার উপরই লাগুক।
রাস্তার যত আবর্জনা এসে আমার শরীরে লাগুক ।
আমি চাইনা এ আবরণ আমাকে ছাড়িয়ে অন্য কারো শরীরে
স্পর্শ করুক, ব্যাকটেরিয়া লেগে পচন ধরুক,
গোধূলি লগণের আন্ধকারের আবহন চোখে পড়ুক।

রংধনুর সাত রঙে তোমার হৃদয়ে ভালবাসার রঙ লাগুক
তবুও তুমি সুখেই থাক, সুখ নিয়েই ভাব 
কখনও কষ্টে জর্জরিত এই নষ্ট মনে হানা দিও না।
আমার কষ্টগুলো আমারি থাক
বৃষ্টিগুলো সব আমার চোখ দিয়েই ঝরুক
ঝর্ণার জলগুলো আমার হৃদয় দিয়েই বের হোক
তবুও তোমার হৃদয়ে বিন্দুমাত্র কালো ছায়া স্পর্শ না করুক।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button