পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর
বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ এর উপর নির্ভর করে। যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজন পরিবর্তিত হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হলঃ
পৃথিবীর আকৃতির যেহেতু গোলাকার নয় সেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানসমূহ দূরে নয়। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়।
পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। কারণ যতই ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠা যায় ততোই বস্তুর ওজন কমতে থাকে। এ কারণে পাহাড় বা পর্বতশীর্ষে বস্তুর ওজন কম হয়।
পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন রকম হতে পারে। যেমন ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় বস্তুর ওজন ততই কমতে থাকে। এজন্যই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

অনেক ধন্যবাদ ভাইয়া
Vaia.পৃথিবীর আকৃতি যেহেতু গোলাকার নয় । এই লাইন তার মানে কি ? পৃথিবীর আকৃতি তো গোলাকার।
আরে বোকা পৃথিবীর আকৃতি গোলকার নয় বরং পৃথিবী চ্যাপ্টা কিছুটা মাঝখানে থালার মতো এত বছর কী পড়েছেন
Vaiya ki lav hoy right click disable kore �� Er age copy paste block kore dichilen Command diye. As a blogger without the site having no kind of ad revenue whats to ever these actions are unnecessary af.
Right You Are
আমরা পৃথিবী থেকে যত নিচে নামতে থাকব আমাদের ওজন তত বাড়তে থাকবে। যেমন সমুদ্রের তলদেশে ওজন বেশি হয়। নিচে নামতে থাকলে অভিকর্ষজ ত্বরন বাড়বে।
ঠিক ।। এটা কেন লিখছে বুঝলাম না…
পৃথিবীর আকৃতি কমলালেবুর মতো
oi mia boi khulen dekhen valo koira beshi bokbok koiren na
oi mia boi ta valo kore dekhen boi tei ase
yeah
mofij
Vaia onek onek dhonnobad. Apnader eiweb ta amr sobcheye besi kaje lage. Arigato gujaimass
Thanks
I love this site ❤️❤️