মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর
আলোচ্য উদ্দীপকে মিনারা বেগম মাছ চাষের যে উদ্যোগটি নিয়েছে যা খুবই প্রশংসাদায়ক। কারণ পুকুরে মিশ্র মাছ চাষ অধিক লাভজনক সেইসাথে খরচও তুলনামুলকভাবে কম। মিনারা বেগম উদ্যোগটি নেওয়ার পর নিজে থেকেই একজন মৎস্য কর্মকর্তার কাছে গিয়েছেন পরামর্শের জন্য। কারণ মিনারা বেগম জানেন পোনা ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুত করা গুরুত্বপূর্ণ একটি কাজ।
তাছাড়া মিনারা বেগম যেসব মাছ চাষের উদ্যোগ নিয়েছেন যেমনঃ রুই, কাতলা, সিলভার কার্প, কার্পিও মাছ অধিক লাভজনক। রুই, কাতলা ১ বছরে দ্রুত বৃদ্ধি পায়। পুকুরে মিশ্র মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হাওয়ার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা মিটানো যায়। অন্যদিকে মিনারা বেগমের এমন উদ্যোগে এলাকার অন্যান্য লোকেরাও পুকুরে মাছ চাষে উৎসাহিত হবে। এতে করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, সমাজে বেকারত্ব দূর হবে।
সৃজনশীল প্রশ্ন ১
সৃজনশীল প্রশ্ন ২
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Pls math assignment ta taratari den
Hmmmm…pls
Thank you.
গনিত টা একটু ভালো করে লিখে দিলে খুব ভালো হতো
Thanks a lot����