মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করছিলেন? নির্ণয় কর

মাছ চাষের জন্য পুকুর উপযুক্ত করা প্রয়োজন। কারণ পোনা ছাড়ার পূর্বে যদি পুকুর যথাযথভাবে প্রস্তুত করা না যায় তাহলে মাছ চাষ থেকে ভাল মুনাফা বা কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব নয়। আলোচ্য উদ্দীপকে মিনারা বেগম ৫ শতক জমির পুকুরে রুই, কাতলা, সিভার কার্প ও কার্পও জাতের মাছ চাষের উদ্যোগ নেয়। অর্থাৎ এক কথায় পুকুরে মিশ্র মাছ চাষের উদ্যোগ নেয়। পুকুর প্রস্তুতকরণে সার ও চুন প্রয়োগ সঠিক মাত্রায় দিতে হয়।
পুকুরে ইউরিয়া সার প্রয়োগের নিয়ম হল প্রতি শতকে ১০০ থেকে ১৫০ গ্রাম। যেহেতু মিনারা বেগনের ৫ শতক জমির পুকুর সে হিসেবে পুকুরে ইউরিয়া সার প্রয়োগের পরিমাণ হবে ৫০০ থেকে ৭৫০ গ্রাম।
সৃজনশীল প্রশ্ন ১
সৃজনশীল প্রশ্ন ২
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Apnk onk onk donnobad
Onk choto mone hoi ans ta r aktu boro hole valo hoto
AR KOTO?
Right….train er moto
Or so of train
Vaiya apnader to boli nai
Thank you,sir.
Assalamu alaikum.Onek dhonnobad হযবরল.কম এর সকলকে।