বর্তমান করোনা পরিস্থিতিতে কীভাবে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে তা নিয়ে চারটি নির্দেশনামূলক প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ (৫ সেপ্টেম্বর, ২০২১) আমার ঘরে আমার স্কুল ইউটিউব চ্যানেলে ভিডিও চারটি আপলোড করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালুকরণ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান-শিক্ষকমন্ডলী-শিক্ষার্থী-কর্মচারী-পরিচালনা পর্ষদ-অভিভাবকবৃন্দের জন্য চারটি নির্দেশনামূলক প্রামাণ্যচিত্র মাউশির ওয়েবসাইট ও ফেসবুক পেইজে আপলোড করা হয়। এবং ভিডিওগুলো প্রচারের জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য যে,
১ নং প্রামাণ্যচিত্রটি প্রতিষ্ঠান প্রধান-শিক্ষকমন্ডলী-কর্মচারীদের জন্য নির্দেশনা।
২ নং প্রামাণ্যচিত্রটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। যা শিক্ষা প্রতিষ্ঠান খুললে মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানাের প্রয়ােজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩ নং প্রামাণ্যচিত্রটি অভিভাবকবৃন্দের জন্য নির্দেশনা।
৪ নং প্রামাণ্যচিত্রটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের জন্য নির্দেশনা।
মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত প্রামাণ্যচিত্রগুলি বিস্তরণের যথাযথ নির্দেশনা প্রদানসহ মনিটরিং এর প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।