Uncategorized
ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

ফসলের নাম | অর্থনৈতিক গুরুত্ব |
---|---|
ফুলঃ গোলাপ, গাঁদা, জবা, বেলি, রজনীগন্ধা | ১. দেশ-বিদেশে ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ২. নিজ এলাকাতে ফুলের নার্সারি করে তা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। |
ফলঃ আমা, কলা, পেয়রা, ডালিম, কমলা। | ১. ফলের চাহিদা অনেক তাই ফল চাষের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করা সম্ভব। ২. আজকাল বাণিজ্যিকভাবে ফলের চাষ করা হয় এতে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে |
শাকসবজিঃ শিম, গোলাআলু, টমেটো, লাউ, পালংশাক | ১.শাকসবজি চাষের মাধ্যমে তা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। ২. তাছাড়া পরিবারের পুষ্টি র চাহিদা মেটানো যায়। |
মসলাঃ মরিচ, পেয়াজ, আদা, রসুন, ধনিয়া | ১. এলাকাভিত্তিকভাবে মসলা জাতীয় ফসল চাষ করে স্বল্প সময়ে অধিক মুনাফা লাভ করা যায়। ২. নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। |
আরও উত্তরঃ
সৃজনশীল প্রশ্ন ১
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Thanks! Usefull!
খ এর শেষের টা কোথায়?