স্বাধীনতা দিবস অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি । Independence Day paragraph writing for class 6 7 8 9 10 SSC HSC

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ
দীর্ঘ প্রায় দুই শত বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা যখন স্বাধীন হই ঠিক তখনই আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ি। এ পরাধীনতা পশ্চিম পাকিস্তানিদের হাতে, যা প্রায় তেইশ বছর স্থায়ী ছিল। স্বাধীনতা দিবস বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতি হিসাবে আমাদের অস্তিত্ব রক্ষা এবং আত্মনির্মাণের সংগ্রাম শুরু হয়েছিল এ দিনেই। আমাদের স্বাধীনতা দিবস তথা ২৬ মার্চ দিবসটি অতিগৌরবের। ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু গণমানুষের রায়কে উপেক্ষা করে পাকিস্তানি সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বহাল থাকার চেষ্টা করে। এদেশের মানুষ তা মেনে নিতে পারেনি। জাতির ভাগ্যাকাশে নেমে আসে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহতা। দেশব্যাপী হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযােগসহ নানা ধরনের বর্বরতা চালায় পাকিস্তানি শাসকবাহিনী। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘােঘণা করা হয়েছিল বলে ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদায় পালন করা হয়। আমাদের দেশের মানুষ যে উদ্যম, সাহস ও ত্যাগের মানসিকতা নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতার ৫০ বছর পর আজ ভাবার সময় এসেছে আমরা কি আদৌ সে চেতনা লালন করছি? স্বাধীনতা দিবস আমাদের সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ। আমরা যে কারাে কাছে মাথা নত করি না, মাথা নত করতে জানি না এবং অকুণ্ঠচিত্ত ২৬ মার্চ আমাদের সে কথাই স্মরণ করিয়ে দেয়। প্রতি বছর এ দিবসটি আসবে, প্রতিবারই আমরা একে তােপধ্বনি, সামরিক কুচকাওয়াজ, সভা-সমিতি, আলােচনা সভা, সাংস্কৃতিক পরিমণ্ডল ইত্যাদি দিয়ে বরণ করে নেব। আমাদের চেতনায়, আমাদের কর্মে ও প্রতিশ্রুতিতে স্বাধীনতাকে অর্থবহ করে তােলার প্রেরণা থাকতে হবে সর্বাগ্রে। মুক্তিযুদ্ধের চেতনাকে অমলিন করে রাখার মধ্য দিয়েই দিবসটির তাৎপর্য নিরূপণ করা সম্ভব।
আরও পড়তে পারোঃ আমাদের মুক্তিযুদ্ধ । বিজয় দিবস । মুক্তিযুদ্ধের চেতনা
আরও অনুচ্ছেদ পড়তে এখানে ক্লিক করো।