জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী ন্যাপ থেকে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়রন শিক্ষার্থীদের জন্য অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ও পরীক্ষা মূলক বাড়ির কাজ প্রকাশ করেছে। কোভিড-১৯ এর কারণে শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি কাটিয়ে উঠার লক্ষে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ প্রকাশ করা হয়েছে। পঞ্চম শ্রেণির ২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ (প্রথম সপ্তাহের) ইংরেজি এর পাঠ ও বাড়ির কাজে কি কি থাকছে এবং নমুনা উত্তর নিয়ে পাঠদান করব।
![]() |
৫ শ্রেণির ইংরেজি প্রথম সপ্তাহ |
ইংরেজি – ০২ মে
ইউনিট ১ (Hello ), পাঠ ১, পাঠ্যাংশ A (Read and Say ), পৃষ্ঠা :২
![]() |
ইউনিট ১ (Hello ), পাঠ ১, পাঠ্যাংশ A (Read and Say ), পৃষ্ঠা :২ |
Sima: Hello! May I introduce myself? I’m Sima. (সীমা: হ্যালো আমি কি পরিচিত হতে পারি? আমি সীমা)
Jessica: Hi! I’m Jessica. (জেসিকা: ওহে আমি জেসিকা)
Sima: Where are you going, Jessica? (সীমা: তুমি কোথায় যাচ্ছ জেসিকা)
Jessica: I’m going to Chattogram. I’m on holiday with my father. (জেসিকা: আমি চট্টগ্রাম যাচ্ছি। আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি।)
Sima: Really? Where are you from? (সীমা: সত্যি তুমি কোথা থেকে এসেছো?)
Jessica: I’m from the United Kingdom. Are you from Dhaka? (জেসিকা: আমি যুক্তরাজ্য থেকে এসেছি। তুমি কি ঢাকা থেকে এসেছো?)
Sima: No, I’m from Sylhet. That’s where we’re going. Our train is leaving in 10 minutes. (সীমা: না আমি সিলেট থেকে এসেছি। আমরা সেখানেই যাচ্ছি। ১০ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে যাবে)
Jessica: Have a good journey. (জেসিকা: তোমার ভ্রমণ শুভ হোক)
Sima: Thank you. Nice meeting you, Jessica. Have fun in Chattogram. (সীমা: ধন্যবাদ তোমার সাক্ষাৎ পেয়ে আমার ভালো লাগলো জেসিকা আশাকরি চট্টগ্রামে অনেক মজা করবে)
Jessica: Thanks. Nice meeting you, too, Sima. (জেসিকা: ধন্যবাদ তোমার সাক্ষাৎ পেয়ে অনেক ভালো লাগলো সীমা)
ইংরেজি – ০৩ মে
ইউনিট ১ (Hello ), পাঠ ২-৩, পাঠ্যাংশ B , পৃষ্ঠা :৩, ইংরেজি বাড়ির কাজ ১

B. Pairwork. Ask and answer the questions.
Ans: Jessica is going to Chattogram.
ইংরেজি বাড়ির কাজ ১
ইংরেজি – ০৪ মে

C. Useful expressions
At the beginning of a conversation (আলাপচারিতার শুরুতে)
|
May I introduce myself? I’m… (আমি কি নিজের পরিচয় দিতে পারি? আমি……)
|
At the end of a conversation (আলাপচারিতারশেষে)
|
Nice meeting you. See you later. (সাক্ষাতে ভালো লাগলো। আবার দেখা হবে। )
|
D. Pairwork. Introduce yourself. Use useful expressions.
Abid: Hi! I’m Abid.
Raiyan: I’m from Khulna and You?
Raiyan: I’ve come here in Dhaka last month and today is my first day at school here.
Abid: I see. Welcome to our school.
ইংরেজি – ০৫ মে
![]() |
ইউনিট ১ (Hello ), পাঠ ৪-৫, পাঠ্যাংশ E , পৃষ্ঠা : 4 |
ইংরেজি – ০৬ মে
![]() |
ইউনিট ১ (Hello ), পাঠ ৪-৫, পাঠ্যাংশ F , পৃষ্ঠা : 4 |
ইংরেজি বাড়ির কাজ ২
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
