![]() |
প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবী করীম (সঃ) নফল রোজা রাখতেন। |
পোস্টটি লিখেছেন:ফয়সাল

![]() |
প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবী করীম (সঃ) নফল রোজা রাখতেন। |
২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ তালিকায় কেন্দ্র ও এর আওতায় কোন কোন কলেজ রয়েছে তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বোর্ড থেকে কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করা হয়।
করোনা মহামারির থাবায় দীর্ঘদিন বন্ধ থাকা পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হলো। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
কেন্দ্র তালিকায় ঢাকা বোর্ড বলছে, ভ্যেনু কেন্দ্রগুলো মূলকেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূলকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবেন। জেলা সদরে ডিসি ও উপজেলা সদরে ইউএনও পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা সিনিয়র কোন অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন ।
পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস তুলে ধরা হল।
কেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী ন্যাপ থেকে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়রন শিক্ষার্থীদের জন্য অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ও পরীক্ষা মূলক বাড়ির কাজ প্রকাশ করেছে। কোভিড-১৯ এর কারণে শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি কাটিয়ে উঠার লক্ষে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ প্রকাশ করা হয়েছে। পঞ্চম শ্রেণির ২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ (প্রথম সপ্তাহের) ইংরেজি এর পাঠ ও বাড়ির কাজে কি কি থাকছে এবং নমুনা উত্তর নিয়ে পাঠদান করব।
![]() |
৫ শ্রেণির ইংরেজি প্রথম সপ্তাহ |
ইউনিট ১ (Hello ), পাঠ ১, পাঠ্যাংশ A (Read and Say ), পৃষ্ঠা :২
![]() |
ইউনিট ১ (Hello ), পাঠ ১, পাঠ্যাংশ A (Read and Say ), পৃষ্ঠা :২ |
Sima: Hello! May I introduce myself? I’m Sima. (সীমা: হ্যালো আমি কি পরিচিত হতে পারি? আমি সীমা)
Jessica: Hi! I’m Jessica. (জেসিকা: ওহে আমি জেসিকা)
Sima: Where are you going, Jessica? (সীমা: তুমি কোথায় যাচ্ছ জেসিকা)
Jessica: I’m going to Chattogram. I’m on holiday with my father. (জেসিকা: আমি চট্টগ্রাম যাচ্ছি। আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি।)
Sima: Really? Where are you from? (সীমা: সত্যি তুমি কোথা থেকে এসেছো?)
Jessica: I’m from the United Kingdom. Are you from Dhaka? (জেসিকা: আমি যুক্তরাজ্য থেকে এসেছি। তুমি কি ঢাকা থেকে এসেছো?)
Sima: No, I’m from Sylhet. That’s where we’re going. Our train is leaving in 10 minutes. (সীমা: না আমি সিলেট থেকে এসেছি। আমরা সেখানেই যাচ্ছি। ১০ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে যাবে)
Jessica: Have a good journey. (জেসিকা: তোমার ভ্রমণ শুভ হোক)
Sima: Thank you. Nice meeting you, Jessica. Have fun in Chattogram. (সীমা: ধন্যবাদ তোমার সাক্ষাৎ পেয়ে আমার ভালো লাগলো জেসিকা আশাকরি চট্টগ্রামে অনেক মজা করবে)
Jessica: Thanks. Nice meeting you, too, Sima. (জেসিকা: ধন্যবাদ তোমার সাক্ষাৎ পেয়ে অনেক ভালো লাগলো সীমা)
ইউনিট ১ (Hello ), পাঠ ২-৩, পাঠ্যাংশ B , পৃষ্ঠা :৩, ইংরেজি বাড়ির কাজ ১
At the beginning of a conversation (আলাপচারিতার শুরুতে) | May I introduce myself? I’m… (আমি কি নিজের পরিচয় দিতে পারি? আমি……) |
At the end of a conversation (আলাপচারিতারশেষে) | Nice meeting you. See you later. (সাক্ষাতে ভালো লাগলো। আবার দেখা হবে। ) |
![]() |
ইউনিট ১ (Hello ), পাঠ ৪-৫, পাঠ্যাংশ E , পৃষ্ঠা : 4 |
![]() |
ইউনিট ১ (Hello ), পাঠ ৪-৫, পাঠ্যাংশ F , পৃষ্ঠা : 4 |
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
অষ্টম (৮ম) শ্রেণি হোম সাইন্স তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান| Class 8 Home Science 3rd Week Assignment 2021 Solution
নির্ধারিত কাজঃ বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করছো। সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত। তাই এ পরিস্থিতিতে তোমার দৈনন্দিন কাজকর্ম কীভাবে করছো-
ক) তোমার সারাদিনের কর্মকাণ্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর।
খ) সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ) সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করছো?
উত্তরঃ
প্রতিটি কাজের জন্য একটি সুনির্দিষ্ট সময় তালিকা থাকা প্রয়োজন। সময় তালিকা অনুযায়ী কাজ করলে তা একদিকে যেমন সুন্দর ও সহজ হয় অন্যদিনে কাজটি নির্দিষ্ট সময়ে শেষ করা যায়। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং আমাদেরকে বাসায় অবস্থান করতে হচ্ছে সেহেতু সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত বলে আমি মনে করি। তাই আমি দৈনন্দিন কাজকর্ম কীভাবে করব তার একটি সময় তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
সময় তালিকা অনুযায়ী কাজ করলে তা একদিকে যেমন সুন্দর ও সহজ হয় অন্যদিনে কাজটি নির্দিষ্ট সময়ে শেষ করা যায়। সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে সফলতা অর্জনের জন্য সময় তালিকার প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলঃ
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখ
![]() |
সূত্রঃ ইন্টারনেট |
সময় বিকেল ২টা ৪৫ মিনিট, তারিখটা ছিল ১৯৭১ এর ৭ই মার্চ। ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) প্রায় ১০ লাখ মানুষকে যেন প্রাণের জোয়ারে উদ্ভাসিত করেছিল একটি কথা “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম!! এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।“। কে ছিলেন তিনি?? তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
১৮ মিনিট স্থায়ী এই ভাষণ যেন আজও কোটি কোটি মানুষকে আবার নতুন করে যুদ্ধে যাওয়ার নেশায় মাতিয়ে তোলে। মূলত এই ভাষণটি তৎকালীন সময়ের জন্য ছিল যুদ্ধে নামার এক শক্তিশালী অনুপ্রেরণা। কারণ স্বল্প সময়ের এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরার জন্য অনেক যুক্তি তুলে ধরেছিলেন। যেমনঃ
প্রথম যে যুক্তিটি হল তা হল ভৌগোলিক অবস্থান। অর্থাৎ, পাকিস্তান ও ভারত নামক দু’টি রাষ্ট্রের জন্ম হয়। মাঝখানে ভারত নামক বিশাল রাষ্ট্র রেখে দু’পাশের দু’টি অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের ফলে এক অদ্ভূত ভৌগোলিক অবস্থান তৈরি হয়।
পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলা হওয়ায় ভাষা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। আর দ্বন্দ্বটি শুরু হয় ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণ করার প্রস্তাব উত্থাপিত হলে।
১৯৫২ এর ভাষা আন্দোলন অনেকটাই মুক্তিযুদ্ধকে অনুপ্রানিত করেছিল কারণ ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের দু’টি অংশের মধ্যে প্রথম সংঘাতের সৃষ্টি হয়। এবং বাঙালিরা আত্মসচেতন হয়ে ওঠে।
এরপর ভাষণে সামরিক শাসন প্রত্যাহারের দাবিটিও যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কারণ ছিল, ১৯৫৮ সালে পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মীর্জা সামরিক শাসন জারি করার পর বঙ্গবন্ধুসহ বহু নেতাকর্মীকে গ্র্রেফতার করা হয়।
১৯৬৬ এর ছয়দফা ঘোষণা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এর মূল পতিক্রিয়াই ছিল ৭ ই মার্চের ভাষণ।
১৯৭০ সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে শুরু করে। মূলত তাদের উদ্দেশ্য ছিল যে-কোনভাবে ক্ষমতা পশ্চিম পাকিস্তানী রাজনীতিবিদদের হাতে কুক্ষিগত করে রাখা। পরিস্থিতি সালাম দিতে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন। কিন্তু পরে অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হল হরতাল। ডাক আসল অসহযোগ আন্দোলনের। আর এর পূর্ণ রুপ প্রকাশ পেল ৭ই মার্চ রেসকোর্স ময়দানে।
মূলত এই ভাষণে নিগ্রত ও আক্রমন প্রতিরোধের আহবান এবং সেই সাথে দাবী আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়েছিলেন। ৭ই মার্চের ভাষণের পিছনে রয়েছে দীর্ঘ আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট।
স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ বন্ধুর পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তীতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে দিয়েছিলো।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
বনলতা সেন
জীবনান্দ দাশ
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমূদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলে নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙ্গে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখ দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল,
পৃথিবীর সব রং নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল,
সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ-জীবনের সব লেন দেন,
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
[post_ads]
কবি পরিচিতিঃ
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯
জন্মস্থানঃ বরিশাল
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪ (বয়স ৫৫)
মৃত্যুর কারণ: ট্রাম দুর্ঘটনায়
সমাধি: ভারত
অন্য নাম: মিলু
পিতা: সত্যানন্দ দাশগুপ্ত
মাতা: কুসুমকুমারী দাশ
[সুত্রঃ জীবনানন্দ দাশ – উইকিপিডিয়া ##fa-external-link##]
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
Vaiya dhonnobad answer dewar jonno. ..kintu etu tuku ans dele ki hobe? Mane marks valo dibe to..
এখানে তোমাদের কে শুধু একটু ধারনা দিলাম। তোমার নিজেরা যদি কিছু যুক্ত করে লিখতে পারো তাহলে খুবই ভালো।
vaiya r gula kokhon diben?pls taratari den pls pls pls
আসলে আরও বড় লিখার ছিল। তোমাদের কথা ভেবে কমই লিখলাম
Marks bolte ami muloto bujhate cheyechi …protashito folafol..evabe dile ki oti uttom or uttom pawa jabe kina seta janar jonno…
thanks a lot baki assignment gula kbe diba?
Vaiya jodi onno assignment gulo diten,
Tahole khub valo hoto.
ভাইয়া নিগ্রহ অর্থ বুঝতে পারি নি
পীড়ন / কষ্ট
Dude
Math R Agriculture Assignment Er Ans Kobe Diben
Thank's A lot…………….
ধন্যবাদ
ধন্যবাদ
গনিত অ্যাসাইনম্যান্টের উওর জলডি দিন
tnx
Onok dhonnobad viya
Thank you.
Thank you ������
Your comment will be visible after approval.
ভাইয়া আপনার সাথে আমার কিছু বেক্তিগত কথা ছিলো আমার gmail এ একটা মেসেজ দেন তার পর আপনার সাথে কথা বলব
[email protected]
magirpola ato choto disos keno
Thank you very much.Your work was very helpful for completing our assingments.Finallly, we are going to be free from writting assingments!
Vaiya ami apner siter onek boro fan. Sob gula assignment ami ekhan theke likhechi.
thank you so much via ami prottek week a hazabarolo khuji assignment korar jonno apni khub sundor kore bisoy gulo uposthapon koren
ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন ।আপনার প্রতিটি ব্লগ থেকে আমি ১ম থেকে ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর নিয়েছি। আপনার লেখা অনেক ভালো। আপনি অনেক সুন্দর করে বিষয় উপস্থাপন করেন। আপনাকে অনেক ধন্যবাদ।
eta ki last assignment?? please keo bolen!!
আপনাকেও অনেক ধন্যবাদ
এটাই লাস্ট
আপানকে ধন্যবাদ
আপানকে ধন্যবাদ
আপনার কিছু বলার থাকলে আমাদের Contact us লিংকে গিয়ে বলতে পারেন
আপানকে ধন্যবাদ
আপনাকে অনেক ধ্যনবাদ।এই পুরো সময় সাহায্য করার জন্যে।কি যে উপকার করেছেন বলে বুঝাতে পার না।আল্লাহ আপনার ভাল করুক।
thanks a lot. ei puro assingment er somoy sahajjo korar jonno.
আপনার blog এর মূল বিষয় কি???
Thank you
������������
eta jodi choto hoy…. boro taile ki?? 'panik'
������✍️✍️✍️������������������������������������
ধন্যবাদ
Thank you
Thanks