
দণ্ডিতের সাথে
দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
ব্যথা নাহি পায় কোনাে, তারে দণ্ড দান
প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা
পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না।
যে তােমার পুত্র নহে, তারও পিতা আছে ।
মহা অপরাধী হবে তুমি তার কাছে।
সারমর্ম : অপরাধীর প্রতি সহানুভূতিশীল বিচারই আদর্শ বিচার। কেননা এতে অপরাধীর ভেতরে বিবেকবােধ জাগ্রত হয় এবং সে অপরাধ থেকে বেরিয়ে আসতে পারে। এ কারণে অপরাধকে গর্হিত চিহ্নিত করে অপরাধীকে মমতার চোখে দেখে সংশােধনমুখী করাই প্রকৃত বিচারকের দায়িত্ব।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
