
পরের মুখে শেখা বুলি পাখির মতাে কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মতাে কেন চলিস?
তাের নিজস্ব সর্বাঙ্গে তাের দিলেন ধাতা আপন হাতে,
মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে?
আপনারে যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে,
অলীক, ফাঁকি, মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যারে,
খাটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।
সারমর্ম ঃ প্রতিটি মানুষই কিছু স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। অন্যকে অনুসরণ করতে গেলে তার নিজস্ব বৈশিষ্ট্য ও গুণাবলির সৃজনশীল বিকাশের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। বস্তুত, স্বকীয় বৈশিষ্ট্য ও গুণাবলি প্রকাশের মাধ্যমেই মানুষ সত্যিকারের মর্যাদা অর্জন করতে পারে।
অন্যভাবে লিখা যায়ঃ অনুকরণ সর্বদাই নিন্দনীয়। তাই অনুকরণ না করে এবং কারও মুখাপেক্ষী না হয়ে, নিজের যা আছে তাকে শ্রম ও প্রতিভা দিয়ে বিকশিত করতে হবে। নিজের সামান্য সম্পদই যথার্থ মূল্যবান। আত্মপরিচয়ে মধ্যেই যথার্থ মর্যাদা নিহিত ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
