অনুচ্ছেদ

অনুচ্ছেদ “শীতের একটি সকাল”

Daraz cupon Code
Rate this post

শীতের একটি সকাল অনুচ্ছেদ লিখন ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি

শীতের একটি সকাল

ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশের ছয় ঋতুর মধ্যে হেমন্তের পর আর বসন্তের আগে শীতের অবস্থান। গাছের ঝরা পাতায় নুপুর বাজিয়ে তার আগমন এবং বসন্তের নতুন পাতা জাগিয়ে তার অন্তর্ধান। তখন প্রকৃতির এক ভিন্ন রূপ, যা সম্পূর্ণভাবে ধারণ করে শীতের সকাল, গাম্ভীর্যময় এক মহিমা নিয়ে। শীতের সকাল কুয়াশার আস্তরণ আর কাদা ধূলিহীন পরিবেশকে সঙ্গী করে হয়ে থাকে মনােরম। যখন এই কুয়াশার আস্তরণ ভেদ করে চতুর্দিকে রূপালি আলাে ছড়িয়ে পড়ে তখন বাড়িঘর, গাছপালা, মাঠকানন, প্রান্তর প্রকৃতিপুঞ্জ ঝলমল করে ওঠে। অন্যান্য ঋতুর বেলায় যে উদ্দামতা শীতের সকালে তা অনুপস্থিত। তবে নানা ধরনের পিঠা খাওয়ার ধুম পড়ে শীতের দিনে, বিশেষত শীতের সকালে। সকালবেলার রােদে পিঠা খাওয়ার যে আনন্দ তা সব আনন্দকেই ছাড়িয়ে যায়। এই আনন্দ চারপাশ মুখর হলেও শীতের সকালবেলাগুলাে মানুষ লেপ কাঁথার নিচেই কাটাতে ভালােবাসে। শীতের সকাল আলস্য আর উৎসবের আমেজে উপভােগ্য হলেও দারিদ্রের জন্য তা ঠিকই কষ্টের। সূর্যকিরণের তীব্রতা বাড়লে দূর হয় শীতের সকালের আমেজ। তবু শীতের সকাল প্রকৃতিকে নিরাবরণ করে এক পবিত্র সৌন্দর্যের সৃষ্টি করে যা ছড়িয়ে থাকে সারাবেলা।

আরও দেখুনঃ


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button