প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবহাওয়া ও জলবায়ু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছে। যারা বিসিএস এবং সরকারী জবের জন্য পড়াশুনা করছ তাদের উপকারে আসবে।
বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সাধারণ জ্ঞান। |
আবহাওয়া ও জলবায়ু বিষয়ক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : আবহাওয়া বলতে কি বােঝায়?
উত্তর : ভূপৃষ্ঠের কোনাে স্থানের কয়েকদিনের (কমপক্ষে এক সপ্তাহ) বায়ুর তাপমাত্রা, আর্দ্রত, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে উক্ত স্থানের আবহাওয়া বলে।
প্রশ্ন : জলবায়ু কি?
উত্তর : কোনাে নির্দিষ্ট অঞ্চলের অন্তত ৩০-৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
প্রশ্ন : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম কি?
উত্তর : Bangladesh Meteorological Department (BMD)।
প্রশ্ন : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রশ্ন : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : আগারগাঁও, ঢাকা।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কোথায়, কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : চট্টগ্রামে; ১৯৫৪ সালে।
প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে কতটি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে?
উত্তর : ৪টি। চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও সিলেট।
প্রশ্ন : বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কতটি?
উত্তর :১২টি।
প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে কতটি রাডার স্টেশন রয়েছে?
উত্তর : ৫টি (এর মধ্যে ৩টি ডপলার রাডার স্টেশন)।
প্রশ্ন : বাংলাদেশের রাডার স্টেশনগুলাে কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া (পটুয়াখালী), মৌলভীবাজার।
প্রশ্ন : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কতটি?
উত্তর : ২টি ঢাকা ও চট্টগ্রাম।
প্রশ্নঃ বাংলাদেশে মোট কতটি আবহাওয়া স্টেশন রয়েছে?
উত্তরঃ ৪৩ টি। (এদের তালিকা দেখো)
উত্তরঃ ৪৩ টি। (এদের তালিকা দেখো)
প্রশ্ন : বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত?
উত্তর : ক্রান্তীয় অঞ্চলের।
প্রশ্ন : বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে কি নামে পরিচিত?
উত্তর : ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
প্রশ্ন :বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি?
উত্তর : তাপ, বায়ুর চাপ, আদ্রতা, নাতিশীতােষ্ণতা এবং সুস্পষ্ট ঋতুগত বৈচিত্র্য।
প্রশ্ন : মৌসুমী বায়ুর প্রভাবে এ দেশে কখন বৃষ্টিপাত হয়?
উত্তর : জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত।
প্রশ্ন :বাংলাদেশ কোন ঋতুর দেশ হিসেবে পরিচিত?
উত্তর : ষড়ঋতুর। (ষড়ঋতু নিয়ে প্রবন্ধটি দেখো)
প্রশ্ন : বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর : ২৬.০১° সেলসিয়াস। (সূত্র : মাধ্যমিক ভূগােল )
প্রশ্ন :শীতকালে বায়ু প্রবাহের দিক কি?
উত্তর : উত্তর-পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়।
প্রশ্ন : কোন সময়ে বাংলাদেশে বায়ুর আর্দ্রতা কম থাকে?
উত্তর : শীতকালে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।