ছবিঃ iStockphoto |
প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সাধারণ জ্ঞানের পর্বে জানব বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার এবং এদের নাম। অর্থাৎ কি কি কাজের জন্য কোন কোন বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার করা হয়।
যন্ত্রের নাম | ব্যবহার |
---|---|
অলটিমিটার | উচ্চতা নির্ণায়ক যন্ত্র |
অ্যামিটার | বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র |
অ্যানিমােমিটার | বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র |
অডিওমিটার | শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র |
ওডােমিটার | মােটরগাড়ির গতি নির্ণায়ক যন্ত্র |
ক্যালরিমিটার | তাপ পরিমাপক যন্ত্র |
কার্ডিগ্রাফ | হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র |
ক্রোনােমিটার | সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র বা সুক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র |
গ্যালভানােমিটার | ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নিৰ্ণায়ক যন্ত্র |
জেনারেটর | যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরকরণ যন্ত্র |
ট্যাকোমিটার | উড়ােজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র |
ড্রেজার | পানির নিচের মাটি কাটার যন্ত্র |
পেরিস্কোপ | সাবমেরিন থেকে সমুদ্রের ওপরের জাহাজ দেখার যন্ত্র |
ফ্যাদোমিটার | সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র |
ব্যারােমিটার | বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র |
ম্যানােমিটার | গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র |
ল্যাক্টোমিটার | দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র |
সিসমােমিটার/সিসমােগ্রাফ | ভূমিকম্প পরিমাপক/নির্ণায়ক যন্ত্র |
স্ফিগমোম্যানোমিটার | মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র |
স্টেথােস্কোপ | হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র |
সেক্সট্যান্ট | সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র |
হাইড্রোমিটার | তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র |
হাইড্রোফোন | পানির তলায় শব্দ নিরূপণের যন্ত্র |
রেইনগেজ | বৃষ্টি পরিমাপক যন্ত্র |
গ্রাডিমিটার | পানির তলায় তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র |
জাইরােকম্পাস | জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র |
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।