(৫)
আমরা সিঁড়ি, তােমরা আমাদের মাড়িয়ে।
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে
তােমাদের পদধূলিধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন।
তােমরাও তা জানাে, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত,
ঢেকে রাখতে চাও তােমাদের অত্যাচারের চিহ্নকে । আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তােমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি।
তবু আমরা জানি,
চিরকাল আর পৃথিবীর কাছে
চাপা থাকবে না
আমাদের দেহে তােমাদের এই পদাঘাত।
আর সম্রাটর হুমায়ুনের মতাে
একদিন তােমাদেরও হতে পারে পদস্খলন।
সারমর্ম : সমাজের যারা কর্মী, যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা সমাজে উন্নয়নের বুনিয়াদ গড়ে ওঠে স্বার্থপর ও অত্যাচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে উন্নতির উচ্চশিখরে পৌছে যায়, অথচ তাদের অবদানের কথা একবারও ভাবে না। কিন্তু দিন আসছে- একদিন শােষক ও অত্যাচারীর স্বরূপ প্রকাশ হয়ে পড়বে এবং তার পতন হবে অনিবার্য।