ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ স্বার্থপরতা মানবজীবনের উন্নতির পথে অন্যতম প্রতিবন্ধক

Daraz cupon Code
Rate this post

স্বার্থপরতা মানবজীবনের উন্নতির পথে অন্যতম প্রতিবন্ধক
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSCHSC JSC

মূলভাব

স্বার্থপর ব্যক্তিরা কখনােই অন্যের সুবিধা-অসুবিধা, ভালােমন্দ নিয়ে ভাবে না। আর এই অন্যের জন্য না ভাবাই হচ্ছে জাতীয় উন্নতির পথে অন্যতম প্রতিবন্ধকতা

সম্প্রসারিত ভাব

কেবল নিজে খেয়ে-পরে বেঁচে থাকাই মানবজীবনের একমাত্র উদ্দেশ্য নয়। মানুষের গুণগত উন্নতির জন্য, প্রকৃত বিকাশের জন্য মানুষকে ভাবতে হবে অপরের কথা। স্বার্থপর মানুষ খুব বেশি উন্নতির শিখরে পৌছাতে পারে না। স্বার্থপরতাই তাকে পদে পদে আটকে রাখে। স্বার্থপরতা জীবনের সীমাবদ্ধ রূপ। জীবনের প্রকৃত প্রকাশ ঘটে অপরের কল্যাণকামী চিন্তার মাধ্যমে। যে মানুষ অন্যের মুক্তির কথা ভাবেন, অন্যের উন্নতির কথা ভাবেন তিনি শুধু এ জীবনেই নয়, মরণের পরেও মানুষের মাঝে বেঁচে থাকেন সম্মানের সঙ্গে। মানুষকে প্রকৃত উন্নতি লাভ করতে হলে তার চারপাশের মানুষগুলােকে নিয়েই উঠতে হবে, অন্যথায় সে অবস্থান থেকে পেছনে পড়ার ভয় থাকবে। 

মন্তব্য

স্বার্থপর মানুষের জীবন অনেকটা বন্য জীব-জন্তুর মতাে। তাদের জীবনে যেমন নেই জ্ঞানের বিকাশ, তেমনই নেই উন্নতিরও কোনাে সরল পথ।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button