ভাবসম্প্রসারণ

অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে ভাবসম্প্রসারণ

Daraz cupon Code
4.7/5 - (152 votes)

 অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে

ভাবসম্প্রসারণ অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC PSC

মূলভাব

অভাবের অপূর্ণতা থেকেই দুঃখের আগমন ঘটে। আমরা যদি আমাদের চাহিদা সীমিত রাখি তাহলে আমাদের দুঃখও অল্প হবে। 

সম্প্রসারিত ভাব

আমাদের সম্পদ সীমিত, কিন্তু অভাব সীমিত নয়। ধনী-দরিদ্র সকলেরই অভাব আছে। তবে এ দুই শ্রেণির অভাবের ধরন এক নয়। ধনীদের অনেকেই গগনচুম্বী অট্টালিকায় বাস করে প্রয়ােজনাতিরিক্ত বিলাস সামগ্রীর মধ্যে ডুবে থেকেও আরও বেশি পাওয়ার আশায় সর্বদা চিন্তাক্লিষ্ট থাকে। সম্পদ বৃদ্ধির নেশায় তারা ক্রমাগত ছুটতে থাকে। পবিত্র কুরআনে এদের সম্পর্কে বলা হয়েছে, “এমনকি প্রাচুর্য লাভের এই উন্মত্ত নেশা তাদেরকে কবর অর্থাৎ মৃত্যু পর্যন্ত ধাবিত করে।” গরিবদের অভাব কোনাে মতে খেয়ে-পরে বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ। 

কায়িক শ্রমের দ্বারা সেটুকু অর্জন করতে পারলেই তারা সন্তুষ্ট থাকে। কিন্তু সম্পদ বৃদ্ধির উন্মাদনায় ধনীরা বৈধ-অবৈধ যেকোনাে পন্থা অবলম্বন করতে দ্বিধা করে না। দরিদ্রদের মুখের অন্ন কেড়ে নিতেও তাদের হাত কাঁপে না। তবে বিত্তহীনরা বিত্তবানদের ধরন দেখে সম্পদ আহরণের ব্যর্থ চেষ্টা করে এবং সর্বদা হাহুতাশ করে। এই দুই শ্রেণি ছাড়াও মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পর্যায়ের দুই শ্রেণির মানুষ আছে, যারা পারে না উঁচু স্তরের সঙ্গে তাল মিলিয়ে চলতে, আবার পারে না দিন গরিবদের মতাে দিনযাপন করতে। ফলে ধারকর্জ করে ঐতিহ্য বজায় রাখার চেষ্টায় ধ্বংসের পথে পা বাড়ায়। আবার দুনিয়ার অধিকাংশ মানুষই তাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট নয়, তারা আরও চায়। এ চাওয়ার কোনাে শেষ নেই। আর এ কারণেই তারা সুখী হতে পারে না। 

মানুষ যদি তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে আর দুঃখ থাকে না। জনৈক মনীষী বলেছেন, “যত কম উপকরণ দিয়ে দিনাতিপাত করা যায়, জীবনযাত্রা ততই সুখের হয়।” সুখী মানুষের গল্প থেকে আমরা জানতে পারি, তার কিছু না থাকায় সে সুখী জীবনযাপন করে। এ মানসিকতা সবার মাঝে বিরাজিত হলে পৃথিবীতে শান্তির সুবাতাস বইতে থাকবে।

মন্তব্য

জগৎ-সংসারে অভাব বাস্তবতারই অপরিহার্য অংশ। তাই মানুষের উচিত অভাবকে মেনে নেওয়া এবং অভাবের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে চাহিদাকে সীমিত রেখে অল্পে তুষ্ট থাকার মানসিকতা গড়ে তােলা।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button