ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ নিচ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হেসে

Daraz cupon Code
Rate this post

নিচ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হেসে

বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC

মূলভাব

সমাজে যাদের গুরুত্ব ও মর্যাদা কম, তারা যদি গুরুত্বপূর্ণ বা মর্যাদাবান ব্যক্তির মতাে কথা বলেন তাহলে তা একেবারেই নির্বুদ্ধিতা। সুবুদ্ধিসম্পন্ন লোক এ নির্বুদ্ধিতাকে মােটেও গুরুত্ব দেন না। 

সম্প্রসারিত ভাব

স্রষ্টার (Allah) সৃষ্ট সব মানুষ সমান। কুল, মান, ধন বা সৌন্দর্যের নীচতার জন্য কাউকে ছােট ভাবা কিংবা অবহেলা করা উচিত নয়। এ কথা সর্বাংশে সত্য। কিন্তু একথাও সত্য যে, স্রষ্টার বিভিন্ন সৃষ্টির মধ্যে আকৃতিগত, পরিমাণগত, মাত্রাগত এবং তাৎপর্য, গুরুত্ব ও সৌন্দর্যের দিক থেকে নানা বৈচিত্র্য বিদ্যমান। স্রষ্টার কোনাে সৃষ্টিই গুরুত্বহীন না হলেও কোনাে সৃষ্টি বৃহৎ, আবার কোনােটি ক্ষুদ্র, কোনােটি বেশি গুরুত্বপূর্ণ, কোনােটি কম গুরুত্বপূর্ণ। তাই ক্ষুদ্র কিংবা কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজেদেরকে উচ্চস্তরের সৃষ্টির সমকক্ষ ভাবা একেবারেই অর্থহীন।

নিজেদের অনেক উপরে তুলে ধরার এ মানসিকতা একদিকে যেমন নিজেদের ধ্বংস ডেকে আনে, অন্যদিকে প্রকৃতির রাজ্যে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে। সমাজে কেউ শিক্ষাদীক্ষায় বেশ উন্নত, কেউ আবার একেবারেই অনুন্নত, কারাে সামর্থ্য ও ক্ষমতা অনেক বেশি, কারাে আবার কম। কিন্তু কম যােগ্যতাসম্পন্ন কিংবা কম শিক্ষিতদের অধিক যােগ্যতার আসন দাবি করা অনুচিত। তাদের এ দাবি সমাজের অধিক যােগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সহজে মেনে নিতে পারে না। আর এ কারণে সমাজে নানারকম বিশৃঙ্খলা দেখা দেয়। পৃথিবীর সব সমাজেই এ দিকটি কম-বেশি লক্ষ করা যায়। কিন্তু যারা বুদ্ধিমান তারা অযােগ্যদের এ আস্ফালনকে বােকামি কিংবা নির্বুদ্ধিতা ভেবে তাকে গুরুত্ব দেওয়ার প্রয়ােজন মনে করেন না। 

মন্তব্য

অযােগ্যদের আস্ফালনকে বিবেচনা না করে বরং তাকে বােকামি কিংবা নির্বুদ্ধিতা রূপেই বিবেচনা করা সুবুদ্ধির পরিচায়ক।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button