বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান
বাংলা সাধারণ জ্ঞান MCQ – 2022 | General Knowledge – GK in Bengali # Part 1
![]() |
বাংলা সাধারণ জ্ঞান MCQ – 2022 |
প্রিয় সুহৃদ,
তোমরা জানো যে, সকল প্রকার জবস পরীক্ষায় সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ খুবই কমন একটি বিষয়। আরও এটাতেই বেশি শ্রম দিতে হয়। তাই তোমাদের কথা মাথায় রেখে বাংলা সাধারণ জ্ঞান MCQ – 2022 পোস্টটি শেয়ার করলাম। শুধু তাই নয় সবগুলো প্রশ্ন শেষ করার পর তোমারা চাইলে অনলাইনে মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে।
প্রঃ ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘চরনপত্র’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন?
উঃ এম আর আখতার মুকুল।
প্রঃ কে, কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহােরে
প্রঃ ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টার সময় লন্ডনে সময় হবে?
উঃ ২৪ মে সকাল ৬ টা
প্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সােভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন?
উঃ Nikolai Podgorny
প্রঃ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন?
উঃ বিচারপতি আব্দুস সাত্তার
প্রঃ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
উঃ ২২৩ টি
প্রঃ টেকসই উন্নয়ন অভীষ্ঠ মােট কতটি অভীষ্ঠ নিয়ে প্রণীত হয়েছে?
উঃ ১৭ টি
প্রঃ ২১ ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে
উঃ UNESCO
প্রঃ BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি?
উঃ New Development Bank
প্রঃ ‘The Spirit of Islam’ বইটির লেখক কে?
উঃ সৈয়দ আমির আলী
প্রঃ ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশনসার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন?
উঃ জেনাৱেল রাও ফরমান আলী
প্রঃ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
উঃ সম্রাট আকবর।
উঃ সম্রাট আকবর।
প্রঃ ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে?
উঃ আব্দুর গাফফার চৌধুরী
উঃ আব্দুর গাফফার চৌধুরী
উপরের উত্তরগুলো দেখা হয়ে গেলে নিজেকে যাচাইয়ের জন্য মক টেস্ট দিতে পারেনঃ