![]() |
বাংলা সাধারণ জ্ঞান | General Knowledge MCQ – GK in Bengali # Part 2 |
প্রিয় সুহৃদ,
তোমরা জানো যে, সকল প্রকার জবস পরীক্ষায় সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ খুবই কমন একটি বিষয়। আরও এটাতেই বেশি শ্রম দিতে হয়। তাই তোমাদের কথা মাথায় রেখে বাংলা সাধারণ জ্ঞান – Part 2 পোস্টটি শেয়ার করলাম। শুধু তাই নয় সবগুলো প্রশ্ন শেষ করার পর তোমারা চাইলে অনলাইনে মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে।
১. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কতসালে?
ক। ১৭৫৭ সালের ২৩ জুন
খ। ১৭৫৮ সালের ১২ মে
গ। ১৭৫৬ সালের ১৪ মে
ঘ। ১৭৫৭ সালের ১৯ মে
উঃ ক
২. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
ক। ৩০ টি
খ। ২৯ টি
গ। ২৮ টি
ঘ। ২৭ টি
উঃ ঘ
৩. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্থানের আসন কতটি ছিল?
ক। ১৬৮
খ। ১৬৯
গ। ১৭০
ঘ। ১৭১
উঃ খ
৪. আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে “Poet of Politics” বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় কাকে?
ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ। জিয়াউর রহমান
গ। তাজ উদ্দিন আহমেদ
ঘ। শেখ হাসিনা
উঃ ক
৫. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
ক। প্রধানমন্ত্রী
খ। মহামান্য রাষ্ট্রপতি
গ। গভর্নর
ঘ। বিচারপতি
উঃ খ
৬। রংপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
ক। চাঁদপুর
খ। রাঙ্গামাটি
গ। পাবনা
ঘ। নওগাঁ
উঃ গ
৭। বঙ্গবন্ধু কর্তৃক “ছয় দফা” ঘোষিত হয় কবে?
ক। ৭ ফেব্রুয়ারী, ১৯৬৬
খ। ৬ ফেব্রুয়ারী, ১৯৬৬
গ। ২ ফেব্রুয়ারী, ১৯৬৬
ঘ। ৫ ফেব্রুয়ারী, ১৯৬৬
উঃ ঘ
৮। “বেলা অবেলা কালবেলা’র লেখক কে?
ক। রবীন্দ্রনাথ ঠাকুর
খ। জহির রায়হান
গ। জীবনানন্দ দাশ
ঘ। সত্যজিৎ রায়
উঃ গ
৯। পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত
ক। ফিনল্যান্ড
খ। যুক্তরাষ্ট্র
গ। যুক্তরাজ্য
ঘ। জাপান
উঃ ক
১০। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?
ক। মাইকেল এরিক
খ। সাইমন ড্রিং
গ। বব উডএডওয়ার্ড
ঘ। ক্রিস্টিয়ানে
উঃ খ
১১। মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক। আলী হোসেন
খ। তাজ উদ্দিন আহমেদ
গ। এম. মনসুর আলী
ঘ। সাইফুর রহমান
উঃ গ
১২। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
ক। জাপান
খ। ভারত
গ। যুক্তরাজ্য
ঘ। যুক্তরাষ্ট্র
উঃ ঘ
১৩। পাটের জীবন রহস্য উম্মোচনকারী দলের নেতা কে ছিলেন?
ক। আসাদ নূর
খ। কিবরিয়া হায়দার
গ। মাকসুদুল আলম
ঘ। জগদীশচন্দ্র বসু
উঃ গ
১৪। স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
ক। এলিজাবেথ ন্যারুয়াই
খ। লর্ড ব্যাডেন পাওয়েল
গ। মুয়াম্মার গাদ্দাফি
ঘ। মোহাম্মদ আফিলাল
উঃ খ
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠত কোন সালে?
ক। ১৯২১
খ। ১৯২০
গ। ১৯২৩
ঘ। ১৯২৪
উঃ ক
উপরের উত্তরগুলো দেখা হয়ে গেলে নিজেকে যাচাইয়ের জন্য মক টেস্ট দিতে পারেনঃ