Winter Morning Paragraph
Old people and children are found basking in the morning sun. People usually have date juice and various native ‘pithas’ as breakfast. Cattle remain in their sheds. However, in cities, a winter morning does not make much change in life as it is not too cold there. People wake up at their usual time, wear colourful warm clothes and go to their work place. Students are seen in the most colorful warm clothes. The nature is dull and gloomy here, too. Both in rural and urban areas, poor people are the worst sufferers. They don’t have enough warm clothes to protect themselves from the biting cold. Street children gather straw and papers and make fire to warm themselves. The communication system is disrupted, which causes much hardship to the people. However, the scenery of a winter morning is very transitory. It starts disappearing as the day advances. My personal feeling about a winter morning is that it is a bane for the poor, but a boon for the rich.
একটি শীতের সকাল
শীতের সকালের নিজস্ব ব্যতিক্রমী প্রাকৃতিক দিক রয়েছে এবং সেই সাথে মানুষের জীবনে এর প্রভাব রয়েছে। শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। সর্বত্র ঘন কুয়াশা। কখনও কখনও, কুয়াশা এত ঘন যে সূর্যের রশ্মি এর মধ্য দিয়ে যেতে পারে না। সবকিছু ঝাপসা লাগে। গ্রামাঞ্চলে শীতের সকালের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। ঘাস এবং পাতায় শিশিরবিন্দু সূর্যের আলোতে মুক্তোর মতো ঝকঝকে দেখায়। সাধারণত, শীতে মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। মানুষ ঠান্ডায় কাঁপে। তারা গরম কাপড় পরে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।