কম্পিউটার ও তথ্য প্রযুক্তিবিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

বিসিএস : কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সাধারণ জ্ঞান

5/5 - (2 votes)
কম্পিউটারে সংক্ষিপ্ত ইতিহাস MCQ এর জন্যে গুরুত্বপূর্ণ 

গ্রিক শব্দ Compute থেকে কম্পিউটার শব্ধটি উৎপন্ন হয়েছে। যার অর্থ গণনাকারী।
↪ কম্পিউটারে নিজিস্ব কোনো বুদ্ধি বিবেচনা না থাকলেও গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ করার ক্ষমতা রয়েছে।
↪ পুনরাবৃত্তিমূলক কাজ করার জন্যে কম্পিউটারের উপযোগীতা সবচেয়ে বেশি।
➲ ১। কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস:

প্রাক-প্রাথমিক পর্যায়

১৬১৪ – স্কটিশ গণিতবিদ জন নেপিয়ার লগারিদম উদ্ভাবন করেন।
১৬১৪ – প্রথম গণনাযন্ত্র Pascaline আবিষ্কৃত হয়। 
১৬৭১ – জার্মান গণিতবিদ লিবনিজ Stepped Reckoner নামক প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন।
১৮০১ – ফ্রান্সের জোসেপ মেরি জেকার্ড পাঞ্চকার্ড আবিষ্কার করেন।
১৮২২ – চার্লস ব্যাবেজ Difference Engine আবিষ্কার করেন।
১৮৩৩ – চার্লস ব্যাবেজ Analytical Engine নামক যান্ত্রিক কম্পিউটার তৈরির নকশা করেন।
১৮৩৭ – চার্লস ব্যাবেজ Analytical Engine আবিষ্কার করেন।

প্রাথমিক পর্যায়

১৯৩৯ – জন এটানাসফ ও ক্লিফোর্ড বেরী বাইনারি গাণিতিক প্রথম কম্পিউটার ABC আবিষ্কার করেন।
১৯৪৪ – হার্ডওয়্যার আইকন প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র Mark 1 আবিষ্কার করেন।
১৯৪৫ – জন মাউসিল ও প্রেসপার একার্ট প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার এনিয়াকে আবিষ্কার করেন।
১৯৪৮ – আমেরিকার বেল ল্যাবরেটরিতে উইলিয়াম শকলে, জন বার্ডিন ও ওয়াল্টার ব্র্যাটেইন ট্রানজিস্টার আবিষ্কার করেন।
১৯৫১ – জন মাউসিল ও প্রেসপার একার্ট বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার UNIVAC আবিষ্কার করেন।

আধুনিক পর্যায় 

১৯৫৪ – প্রথম পোগ্রামিং ল্যাংগুয়েজে FORTRAN (Formulae Translation ) আবিষ্কৃত হয়।
১৯৫৬ – IMB কোম্পানি সর্বপ্রথম Hard Disk উদ্ভাবন করেন।
১৯৫৮ – জে এস কেলবি ও রবার্ট নয়েস কর্তৃক IC আবিষ্কৃত হয়।
১৯৬৩ – ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন।
১৯৬৪ – সেইমুর ক্রে CDC ৬৬০০ নামক সুপার কম্পিউটার তৈরি করেন।
১৯৬৪ – বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে IBM ১৬২০ নামক প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপিত হয়।
১৯৬৯ – সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়।
১৯৭০ – ক্লাউড কম্পিউটিং এর যাত্রা শুরু হয়।
১৯৭১ – Intel Corporation এর টেড হফ Intel ৪০০৪ (৪ বিটের) প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন।
১৯৭১ – রে টমলিসন E – mail আবিষ্কার করেন।
১৯৭২ – E – mail এ প্রথম @ চিহ্নের ব্যবহার করা হয়।
১৯৭৩ – মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন। 
১৯৭৩ – ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়।
১৯৮১ – এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ তৈরি করে।
১৯৮৪ – বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্ৰযুক্তি বিভাগ চালু হয়। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button