বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজটির নাম হল “সিম্ফনি অব দ্য সিস” । জাহাজটিকে দেখলে মনে হয় এ যেন সমুদ্রের মাঝে নতুন এক পৃথিবী। জাহাজটিতে কোনকিছুর কমতি রাখে নি কর্তৃপক্ষ। জাহাজটি লম্বায় ৩৬১.০১১ মিটার (১১৮৪.৪২ ফুট)। এবং উচ্ছতা ৭২.৫ মিটার (২৩৮ ফুট)। জাহাজটি ৬ হাজার ৬৮০ জন যাত্রী বহন করতে সক্ষম। জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালে ফ্রান্সে। ২ হাজারের বেশী শ্রমিক এ জাহাজ নির্মাণে কাজ করেছিলেন। নির্মাণ ব্যয় প্রায় ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
![]() |
ছবিঃ সিম্ফনি অব দ্য সিস – (ইন্টারনেট) |
বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন ভ্রমণ জাহাজ হলো এই ‘সিম্ফনি অব দ্য সিস’। জাহাজটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারবে। জাহাজটিতে মোট ডেকের সংখ্যা ১৮ টি। এরমধ্যে ১৬ টি ডেকে প্রায় ২ হাজার ৭৫৯টি কেবিন রয়েছে। যা বর্তমানে যেকোনো জাহাজের থেকেও অনেক বেশি। যাত্রীরা যাতে হারিয়ে না যান, সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে! দুই তলা বিশিষ্ট জাহাজটির সিগনেচার রুমটিকে বলা হয় রয়েল লফট স্যুট। রয়েল লফট স্যুটের প্রথম তলাতে রয়েছে ১ হাজার ৬০০ স্কয়ার ফুটের একটি লিভিং স্পেস। অন্যদিকে ৮৭৪ স্কয়ার ফুটের ২য় তলাটি শহরের বড় কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বেশি বড়।
বিশ্বের ৮০টি দেশ হতে প্রায় ২ হাজার ২০০ জন কর্মচারী নিয়োজিত রয়েছে। সিম্ফনি অব দ্য সিস যেহেতু ভ্রমণ জাহাজ তাই ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে যেনো এতোটুকু অসুবিধা না হয় সেদিক বিবেচনা করে কর্তৃপক্ষ বিপুল কর্মচারী নিয়োগ করেছে। শুধু তাই নয় এক্সক্লুসিভ কেবিনে থাকা যাত্রীদের সেবায় যেসব কর্মী নিয়োজিত রয়েছে তারা রয়েল জেনিস উপাধির খানসামা। এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করবে।
![]() |
ছবিঃ সিম্ফনি অব দ্য সিস – (ইন্টারনেট) |
২২টি ডাইনিং অপশন ও বার রয়েছে ‘সিম্ফনি অব দ্য সিস’ জাহাজটিতে। খাবারের মধ্যে রয়েছে হটডগ হতে শুরু করে সুশি পর্যন্ত। জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার। যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী সেবা দিয়ে থাকে। রয়েছে খেলার জায়গা, কমেডি ও জ্যাজ ক্লাব, বুটিক শপ, সি স্পা ও ফিটনেস সেন্টার, ইয়োথ জোন, ২৪টি সুইমিংপুল, স্পের্টস জোন, সেন্ট্রাল পার্ক এবং চিত্তবিনোদন, কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে সব ব্যবস্থা। মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে রয়েছে ২০,০০০ এর বেশী গাছও।
সূত্রঃ
১. Symphony of the Seas | Best & Biggest Cruise Ship | Royal Caribbean Cruises
২. Symphony of the Seas – Wikipedia
৪. quora