সারমর্ম লিখন – বাংলা ২য় পত্র
(৩)
অহংকার-মদে কভু নহে অভিমানী।
সর্বদা রসনারাজ্যে বাস করে বাণী।
সর্বদা রসনারাজ্যে বাস করে বাণী।
ভুবন ভূষিত সদা বক্তৃতার বশে।
পর্বত সলিল হয় রসনার রসে
পর্বত সলিল হয় রসনার রসে
মিথ্যার কাননে কভু ভ্রমে নাহি ভ্রমে।
অমৃত নিঃসৃত হয় প্রাত বাক্যে যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?
সারমর্ম : মানুষ মুখে অনেক কিছুই বলে। যুক্তি দিয়ে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানাে কঠিন কিছু নয়। কিন্তু কথা ও যুক্তির সুযােগ নিয়ে আমাদের কখনাে অঙ্গীকার ভঙ্গ করা বা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানাে উচিত না। সবসময় যে সত্যের পথ আঁকড়ে থাকে সে-ই প্রকৃত মানুষ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।