ষড়ঋতু অনুচ্ছেদ লিখন ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি
ষড়ঋতু
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। দু মাস মিলে এক একটি ঋতু : বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল; আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল; ভাদ্র-আশ্বিন শরৎকাল, কার্তিক-অগ্রহায়ণ হেমন্তকাল; পৌষ-মাঘ শীতকাল; ফাল্গুন-চৈত্র বসন্তকাল। স্বভাবেও এক-একটি ঋতু এক-এক রকম। এক ঋতু যায়, আসে অন্য ঋতু। গ্রীষ্মে আকাশ-মাটি যেন পুড়ে খাক হয়ে যেতে চায়। এই ঋতুতে আম, জাম, জামরুল, কাঁঠাল, আনারস, পেয়ারা, লিচু, তরমুজ, আমড়া প্রভৃতি সুস্বাদু ফল জন্মে। গােলাপ, বকুল, বেলি, টগর, জবা প্রভৃতি সুগন্ধি ফুলও এ সময়ে ফোটে। এই ঋতুতে দিন বড় আর রাত ছােট হয়। বাংলা বর্ষের দ্বিতীয় ঋতু বর্ষা এবং এর স্থিতি আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস। বর্ষার পানিতে মাঠে মাঠে সবুজ সতেজ হয়ে ওঠে ধান, পাট। ফুল-ফলে ভরে ওঠে মাচা। বিলে বিলে হেলেঞ্চা, কলমিলতা আর শাপলার সমারােহ দেখা যায়। বনে বনে ফোটে কেয়া, কদম, কামিনী, জুঁই, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি ফুল। কখনাে কখনাে অতি বর্ষণে দেখা দেয় বন্যা। ডুবে যায় ফষলের মাঠ, শহরের বস্তি। ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি।
শরৎ ঋতুকে বলা হয় ঋতুর রাণী। আর এ জন্যই চারদিকে কেবল রূপের সমারােহ। সােনার রঙে মাখা সূর্যালােকে উদ্ভাসিত হয়ে ওঠে সারা বেলা। আকাশে নীলিমায় থরে থরে সাজানাে সাদা মেঘ। হেমন্তের শুরুতেই হালকা শীতের মিষ্টি আমেজ ছড়িয়ে পড়ে। হেমন্তের শিশির ঝরা নিশিতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি আর কামিনী। ধীরে ধীরে পাল্টে যেতে থাকে প্রকৃতির রূপ। প্রকৃতি হয়ে যায় ম্লান। হলুদ হতে থাকে পত্রপল্লব। তারপর ঝরে পড়ে মাটিতে। পৌষ ও মাঘ এই দুই মাস মিলে ষড়ঋতুর পঞ্চম ঋতু শীতকাল। শীর্ণ শুষ্ক প্রকৃতি কুয়াশার চাদর মুড়ি দিয়ে ধরে রিক্ত মূর্তি। পৌষে পিঠাপুলির উৎসবে মুখর হয় গ্রাম বাংলা। শীত শেষ হতে না হতেই বসন্তের আগমনী বার্তা ধ্বনিত হয়। আসে বসন্ত ফুলবনে। বাংলা বর্ষপঞ্জির সর্বশেষ ঋতু বসন্ত। ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু। সবার শেষে বসন্ত আসে মিষ্টি মধুর দখিনা বাতাসের দোলায় দুলতে দুলতে। মােহমুগ্ধ জোছনায় মানুষ খােলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে ঘাসের বিছানায়। অনাবিল সুখে মেতে রয় দেশের মানুষ। বসন্ত তাই ঋতুরাজ। গ্রীষ্মের সন্তাপ, বর্ষার সজলতা, শরতের নীল আকাশ, হেমন্তের সৌরভ আর শীত-বসন্তের সৌন্দর্যে আমরা মুগ্ধ হই। রূপসী বাংলার ছয়টি ঋতু যেন ছয়টি রঙের ছয়টি সুরের পাখি। প্রকৃতি তার রূপের মধ্যে আমাদের মনােমুগ্ধ করে রাখে সারাটি বছর। ঋতুচক্রের সঙ্গে মিলেমিশে আমাদের বাস।
It's so wonderful thanks