রূপসি বাংলা
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC PSC
আমাদের দেশের নাম বাংলাদেশ (Bangladesh)। এদেশের প্রকৃতির রূপ বড়ই বিচিত্র। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা, অরণ্য-কুন্তলা সােনার বাংলা সৌন্দর্যের এক অপূর্ব লীলা নিকেতন। দৃষ্টিলােভা, চিত্তহারী সৌন্দর্য, শস্য সম্পদে, নানা ঋতু বৈচিত্র্যে সমৃদ্ধ এরূপ দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির মধ্যে রয়েছে সমতল ভূমি, পাহাড়, টিলা। বাংলার অসংখ্য পল্লি যেন প্রকৃতি সুন্দরীর প্রসাধনের এক একখানি রঙ্গালয়। পল্লির প্রকৃতি বিচিত্ররূপে যুগ যুগ ধরে সৌন্দর্যের ইন্দ্রজাল বুনে যাচ্ছে সমভূমির এই বঙ্গদেশেও রয়েছে শৈলশ্রেণির বিস্তার। ময়মনসিংহের (Mymensingh) উত্তরে গারাে পাহাড়। সিলেটের (Sylhet) প্রান্তীয় অঞ্চলের খাসিয়া, কাছাড় ও জয়ন্তিয়া পাহাড় শ্রেণি ও পার্বত্য চট্টগ্রামের (Chattogram) শ্যামল শৈলশ্রেণি সৌন্দর্যে অনন্য। সারা বছরজুড়ে বাংলাদেশে চলে প্রকৃতির লীলাখেলা, ঘটে নানা ধরনের পালাবদল।
গ্রীষ্মের রুক্ষ কঠোরতা বর্ষার স্নেহ হস্তের শান্ত প্রলেপে কোমল হয়ে দেখা দেয়। শরৎ তার অরণ আলাের অঞ্জলিতে সকল কিছু মােহনীয় করে তােলে। হেমন্ত বয়ে আনে শীতের আগমন বার্তা। শীতের কুয়াশার আবরণে বসন্তের আবির্ভাবের আয়ােজন চলে। ঋতুকে ঘিরে নানা ধরনের উৎসব বাংলার বুকে জমে ওঠে নানা প্রজাতির পাখি আমাদের রূপসি বাংলাকে দিয়েছে ভিন্নমাত্রা। রং-বেরঙের ফুলে ফুলে ভরে ওঠে বাংলার প্রকৃতি। প্রকৃতি ও মানুষের জীবনের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই দেশের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। রূপসি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে কবিচিত্ত, শিল্পীদের কণ্ঠে জেগেছে গান, ভাবুকচিত্তে সৃষ্টি হয়েছে অনির্বচনীয় ভাবের হিল্লোল।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।