
কুইজ প্রতিযােগিতা অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি। Quiz competition paragraph for class 6 7 8 9 10
কুইজ প্রতিযােগিতা
প্রতিযােগিতাময় এ বিশ্বে চারদিকে শুধু প্রতিযােগিতা আর প্রতিযােগিতা। এখানে নিজেকে টিকিয়ে রাখতে হলে সব দিক থেকেই দক্ষ হতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কুইজ প্রতিযােগিতা দেখে আমাদের মনে এ ধারণা বদ্ধমূল হয়েছে। | যে, কুইজ প্রতিযােগিতা হচ্ছে মেধা যাচাইমূলক একটি প্রতিযােগিতা। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে মেধা ও মনন যাচাইয়ের একটি সার্বজনীন প্রক্রিয়া হিসাবে বহু বছর ধরে কুইজ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ধরনের প্রতিযােগিতায় একজন উপস্থাপক থাকেন। প্রতিযােগীরা উপস্থাপকের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে নম্বর সংগ্রহ করে। সর্বোচ্চ নম্বর সংগ্রহকারী ব্যক্তি বা দল বিজয়ী বলে ঘােষিত হয়।
এভাবে নম্বরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। কুইজ প্রতিযােগিতা সাধারণত বিষয়ভিত্তিক হয়ে থাকে। তবে কোনাে কোনাে প্রতিযােগিতায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে দেখা যায়। সাধারণ বিষয় হিসাবে অন্তর্ভুক্ত থাকে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিতে হয়। সময় পেরিয়ে গেলে উত্তর সঠিক হলেও তা গৃহীত হয় না। তাই প্রতিযােগীদের বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশােনা করতে হয়। জাতীয় মেধাবিকাশ এবং লালনের জন্য এ ধরনের প্রতিযােগিতার যত বেশি আয়ােজন করা যায় ততই মঙ্গলজনক। তবে সব ধরনের প্রতিযােগিতায় টিকে থাকার পূর্বশর্ত হলাে নিজেকে ভালােভাবে গড়ে তােলা। তা শারীরিক ও মানসিক সব দিক থেকেই বিবেচ্য।