![]() |
সূত্র ইন্টারনেট |
করোনার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইন জুম বৈঠকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩২তম সভায় স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১২ থেকে ২২ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হবে বলে সিধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সরিফা সালোয়া ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ একাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা অনলাইন জুম বৈঠকের মাধ্যমে এ সভায় অংশ নেন। তবে পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
বৃহস্পতিবার বিকেলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।