অনুচ্ছেদ

অনুচ্ছেদ লিখন কী এবং অনুচ্ছেদ লিখার নিয়ম

Daraz cupon Code
Rate this post

অনুচ্ছেদ লিখন কী এবং অনুচ্ছেদ লিখার নিয়ম

অনুচ্ছেদ লিখন কী ?

অনুচ্ছেদ কথাটির মধ্যেই এর গূঢ় অর্থ লুকিয়ে আছে। অর্থাৎ এটি হলাে কোনাে বৃহৎ রচনার একটি ক্ষুদ্র অংশমাত্র। আবার এটি কোনাে একটি বিষয়ে ক্ষুদ্র রচনা বা ভাবের বহিঃপ্রকাশ নামেও পরিচিত। ‘Paragraph’ মূলত একটি ইংরেজি শব্দ, যার বাংলা পরিভাষা হলাে- অনুচ্ছেদ। সাধারণভাবে কোনাে একটি বিষয়কে শিরােনাম করে সে বিষয়ে পরিপূর্ণ অথচ সংক্ষিপ্ত রচনা লিখনকে অনুচ্ছেদ লিখন বলে। 
অনুচ্ছেদের প্রতিটি বাক্যের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে হয়। একটি অনুচ্ছেদে একটিমাত্র বিষয় নিয়েই আলােচনা করা হয়। যদি কেউ মনে করে যে, একটি অনুচ্ছেদে একাধিক বিষয়ে আলােচনা করবে, তবে তা অনুচ্ছেদের অধীন থাকবে না। কেননা, তখন এটি অনুচ্ছেদের স্বকীয়তা হারাবে। 

অনুচ্ছেদ লিখনের প্রয়ােজনীয়তা

ভাষা ব্যবহারকারীরা ওই ভাষায় দক্ষতা অর্জন করতে হলে যেকোনাে বিষয়ে লিখে, বলে বা পড়ে এবং শুনে দক্ষতা অর্জন করতে পারে। অনুচ্ছেদ লিখেও আমরা ভাষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারি। অনুচ্ছেদ প্রবন্ধ বা রচনারই একটি সংক্ষিপ্ত রূপ। 
বাস্তবে এটি একটি উৎকৃষ্ট শিল্পকর্ম। সমসাময়িক জীবন, চলমান পরিবেশ, পরিস্থিতি, আর্থসামাজিক অবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতি, শিক্ষা ও সমস্যা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠানে আমরা বক্তব্য রাখি কিংবা শুনি। এসব বিষয়ে সুন্দর ও সাবলীল বক্তব্য প্রদানের জন্য অনুচ্ছেদ রচনার চর্চা থাকা খুবই দরকার। 

অনুচ্ছেদ লিখার নিয়ম

যথার্থ অনুচ্ছেদ লিখতে হলে ছাত্রছাত্রীদেরকে কতিপয় নিয়ম অনুসরণ করতে হবে। অনুচ্ছেদ লিখতে সাধারণত নিম্নোক্ত নিয়মগুলাে অনুসরণ করা যায় 
(১) সামান্য কথায় মনের ভাব প্রকাশ করতে হবে।
(২) প্রমিত বানানরীতি অনুসরণ করতে হবে।
(৩) উল্লিখিত শিরােনামের প্রাসঙ্গিক বর্ণনা ছাড়া অন্য বর্ণনা আসবে না।
(৪) বর্ণনার ভাষা অবশ্যই সহজ-সরল হতে হবে। দুর্বোধ্য ও অপ্রচলিত শব্দের ব্যবহার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।
(৫) প্রতিটি বাক্যের ধারাবাহিকতা ও অর্থসংগতি ঠিক রাখতে হবে। তাই অপ্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button