নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধ অনুচ্ছেদ লিখন ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি
নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধ
নিয়মানুবর্তিতার অনুপস্থিতি বিশৃঙ্খলা এবং অনিয়মের সূত্রপাত করে। একটি দেশের নিরাপত্তার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাবশ্যক। কিন্তু যদি প্রতিরক্ষা বিভাগ শৃঙ্খলহীনভাবে চলে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং দেশের স্বাধীনতা রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। তাই শিশুদের স্কুল পর্যায় থেকেই নিয়মানুবর্তিতার শিক্ষা দেওয়া দরকার। একজন সুশৃঙ্খল মানুষ জীবনে উন্নতি করতে পারে। অন্যদিকে, একজন শৃঙ্খলাহীন মানুষ জীবনে উন্নতি করতে পারে না। প্রকৃতির সর্বত্র শৃঙ্খলা বিরাজমান। সেখানে কোথাও শৃঙ্খলার অভাব নেই। তার সবকিছুই সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত। প্রকৃতির সুশৃঙ্খল নিয়মে সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়। রাতের আকাশে উঁকি দেয় চাঁদ ও তারা। দিবারাত্রির এই পরিক্রমার পথ বেয়ে প্রকৃতিতে চলে ষড়ঋতুর আবর্তন। প্রকৃতির এই নিয়মের বন্ধনে বাঁধা মানুষের জীবন ও অস্তিত্ব। তাই প্রকৃতির মতােই মানুষের জীবনে অনিবার্যভাবে এসে পড়ে শৃঙ্খলার দায়। নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধ একটি মহৎ গুণ। আমাদের প্রত্যেকেরই এই গুণটির চর্চা করা উচিত।
অনেক বড়