
শ্রেণি নবম, বিষয়ঃ জীব বিজ্ঞান, ২য় সপ্তাহ
নিচের সংকেতগুলাে অনুসরণ করে Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীব জগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন কর
(ক) নিচের বৈশিষ্ট্যেও আলােকে রাজ্য। নির্বাচন করঃ
১। কোষের প্রকৃতি ও সংখ্যা
২। নিউক্লিয়াসের গঠন
৩। সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ
৪। কোষ বিভাজন
৫। খাদ্যাভাস
৬। জনন পদ্ধতি
৭। ভ্রূণ গঠন
উত্তর
মারগুলিস (Margulis) ১৯৭৪ সালে জীবজগতের শ্রেণিবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রুপ দেন। তিনি সকল জীবজগতকে দুইটি সুপার কিংডমে ভাগ করে এবং পাঁচটি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। নিচে পাঁচটি রাজ্যের তুলনামূলক বৈশিষ্ট্য ছকে উপস্থাপন করা হলঃ
রাজ্যের নাম | বৈশিষ্ট্য |
---|---|
রাজ্য ১ঃ মনেরা (Monera) | এরা এককোষী, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। এরা প্রধানত শোষণ পধতিতে খাদ্যগ্রহণ করে । |
রাজ্য ২ঃ প্রোটিস্টা (Protista) | এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। খাদ্য গ্রহণ, শোষণ পধতিতে ঘটে। |
রাজ্য ৩ঃ ফানজাই (Fungi) | এদের দেহ এককোষী অথবা সরু সুতার মত হয়ে থাকে। অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এদের নিউক্লিয়াস সুগঠিত। খাদ্য গ্রহণ শোষণ পধতিতে ঘটে। |
রাজ্য ৪ঃ প্লানটি (Plantae) | এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ। এরা সপুষ্পক। এদের ভ্রুন সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। |
রাজ্য ৫ঃ অ্যানিমেলিয়া (Animalia) | এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের কোষে কোন জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। এরা পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে। দেহে জটিল টিস্যু বিদ্যমান। এরা যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। |
আমার অনেক উপকার হয়েছে।
বানান ভুল