আসুন জেনে নেই মজার কিছু অজানা তথ্য। ২৯ নাম্বারটা আপনাকে অবাক করবে
![]() |
ছবি : ইন্টারনেট |
অজানাকে জানার কৌতহল আমাদের সহজাত প্রবৃদ্ধি। কিন্তু বিশাল এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। পাথরে ঘষা দিয়ে আগুন জ্বলানো থেকে শুরু করে মঙ্গলে পাড়ি দেওয়া পর্যন্ত অবাক করা অনেক তথ্যই আমাদের অজানা। তেমনি কিছু মজার অজানা কিছু তথ্য আপনাদের জানাবো।
(১) আপনি জানেন কি? একটি রক্ত কোষ সারা শরীর ঘুরে আসতে সময় নেয় মাত্র ৬০ সেকেন্ড।
(২) ডিমে ভিটামিন সি ছাড়া সকল প্রকার ভিটামিন থাকে।
(৩) ইংরেজি বর্ণমালায় সবচেয়ে কম ব্যবহৃত বর্ণ হলো “Q ” এবং বেশি ব্যবহৃত বর্ণ হলো “E “
(৪) পুরুষদের চেয়ে নারীদের হার্ট বেশি স্পন্দিত হয়।
(৫) পৃথিবীর একমাত্র খাবার মধু যা নষ্ট হয় না।
(৬) হামিংবার্ড হয়েছে পৃথিবীর একমাত্র পাখি যে পিছন দিকে উড়তে সক্ষম।
![]() |
হামিংবার্ড (ছবি ইন্টারনেট) |
(৭) শতকরা ৮৮ শতাংশ মানুষ ডানহাতি হয়ে থাকে।
(৮) প্রজাপতির পূর্ব ইংরেজি ছিল ফ্লুটারবাই।
(৯) তাসের চারটি রাজা ইতিহাসের চারজন বিখ্যাত রাজাকে নির্দেশ করে রাজা সার্লিম্যান, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, এবং রাজা দাউস।
(১০) পৃথিবীর সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে ভারতে।
(১১) পৃথিবীর মোট উৎপাদিত খেলনার প্রায় ৭০ ভাগ তৈরী করে চীন।
(১২) বেশিরভাগ লিপস্টিক তৈরী করতে মাছের আঁশ ব্যবহার করা হয়।
(১৩) চাঁদে যদি কোন পাখিকে খাবার খেতে দেওয়া হয় তাহলে তা গিলতে পারবে না। কারণ পাখিদের খাবার গিলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়।
(১৪) খাবার যতক্ষন না পর্যন্ত মুখের লালার সাথে না মিশে ততক্ষন সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেবন না।
(১৫) জানেন কি? সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয় আগস্ট মাসে। কারণ অন্য মাসের তুলনায় আগস্ট মাসে জন্মহার সবচেয়ে বেশি।
(১৬) আফ্রিকাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় জলহস্তীর আক্রমণে।
(১৭) প্রতি মিনিটে বিশ্বে ৬ হাজারেও অধিকবার বজ্রপাত হয়।
(১৮) সবচেয়ে বেশি চকোলেট খায় সুইজারল্যান্ডের মানুষ। তারা বছরে গড়ে ১০ কেজির বেশি চকোলেট খায়।
(১৯) ৪২ শতাংশ পুরুষ এবং ২৫ শতাংশ নারী পাবলিক টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কার করেন না।
(২০) পৃথিবীর মোট বিক্রিত মোমবাতির ৯৬ শতাংশ কিনে মেয়েরাই।
(২১) মশার মোট ৪৭ টি দাঁত রয়েছে।
(২২) মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের রং হালকা হয়ে যায়।
(২৩) কচ্ছপ শরীরের পিছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে।
(২৪) আমরা ওজন কখন সবেচেয়ে কম হয় জানেন? যখন চাঁদ আপনার মাথা বরাবর অবস্থান করে।
(২৫) পৃথীর সবচাইতে বড় ফুলের নাম হল রাফ্লেশিয়া আর্নল্ড। ফুলটির উচ্চতা প্রায় ৩ ফুট এবং ওজন ১৫ পাউন্ড। ফুলটি ইন্দোনেশিয়াতে পাওয়া যায়।
![]() |
রাফ্লেশিয়া আর্নল্ড (ছবি ইন্টারনেট) |
(২৬) হাতি একমাত্র স্তন্যপায়ী যা লাফাতে পারে না।
(২৭) দূরবীন আবিষ্কারের আগে মানুষ খালি চোঁখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেত।
(২৮) পৃথিবী পৃষ্ঠের বয়স এর কেন্দ্রের চেয়ে বেশী।
(২৯) সমস্ত মানুষের ওজনের যোগফল এ পৃথিবীর সমস্ত পিপড়ার ওজনের সমান।
(৩০) মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
amade bhasay honey nosto hoechilo akbar