শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠতি হবে, যদি দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসে তবে। তাছার পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
![]() |
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি |
সংক্রমণের হার ১০ শতাংশে নেমে এলে প্রথমে বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
দেশের বর্তমান করোনার সংক্রমণের হার এখন নিম্নমুখী। আশা করছি এ হার আরও কমে আসবে। তাই, পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হয়ে এলে প্রথমে এসএসসি, পরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
আজ রোববার (১৫ আগস্ট), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, দেশের বর্তমান করোনার সংক্রমণের হার এখন নিম্নমুখী। আশা করছি এ হার আরও কমে আসবে। তাই, পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হয়ে এলে প্রথমে এসএসসি, পরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছি। পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে। এখন করোনার যে সংক্রমণের হার, মৃত্যুর হার, সবকিছু মিলিয়ে যে অবস্থা, সেসব বিবেচনায় কবে নাগাদ আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব সেটা বলার কোনো সুযোগ নেই।”
শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে পরীক্ষা নেওয়া পরিকল্পনা কেন তার উত্তরে তিনি বলেন, গত বছর নভেম্বর ও ডিসেম্বরে সংক্রমণের হার অনেক কমে গিয়েছিল। এ কারণেই আমরা এবারও নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষার সময়সূচিসহ সবকিছুই ঠিক করা হয়েছে।
শিক্ষামন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপারে বলেন, সপ্তাহে ছয় দিনের জন্যই শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাব, বিষয়টি এমন নয়। আমরা প্রথম দিকে বিরতি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে যাব। এভাবে ধাপে ধাপে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হবে।
করোনা হুট করেই বিদায় নিবে না। করোনা হয়তো অনেক দিনই বিশ্বে থাকবে, এটিকে মাথায় রেখেই আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা কাঠামো তৈরি করতে হবে।