ইংরেজি প্রবাদ বাক্যপ্রবাদ বাক্য

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৫) | English & Bengali Proverbs

Daraz cupon Code
অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৫) | English & Bengali Proverbs

১. সকল রোগীর এক পথ্য নহে – What is sauce for the gander is not for the goose.
২. কপালের লিখন না যায় খন্ডন। – What is lotted cannot be blotted.
৩. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। – What is everybody’s business is nobody’s business.
৪. যা হবার হয়ে গেছে; ঘটে যাওয়া জিনিসের পরিবর্তন সম্ভব নয়। – What is done cannot be undone.
৫. সব জিনিসেরই এক সময় পতন ঘটে। – What goes up must come down.
৬. রাখে আল্লাহ মারে কে – What God wills no frost can kill. – What god wills no frost can kill.
৭. সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যেই করেন – What God wills is for good.
৮. প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতে হয় – What can’t be cured must be endured.
৯. সুন্দর শুরুই অর্ধেক সাফল্য। – Well begun is half done.
১০. হাসির পরে আসে কান্না – Weal and weo come by turns.
১১. ধর্মের কল বাতাসে নড়ে – Virtue proclaims itself.
১২. বিপদের মধ্যে গুনের পরীক্ষা হয় – Virtue thrives best in adversity.
১৩. কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজী – Vows made in the storm are forgotten in a clam.
১৪. ঘরের কেচ্ছা বাইরে গাওয়া – Wash one’s dirty linen in public.
১৫. অপচয় কোরো না অভাবে পোড়ো না, দিনে বাতি যার ঘরে, তার ভিটায় ঘুঘু চরে। – Waste not, want not.
১৬. শরীরের নাম মহাশয় যা সওয়াবে তাই সয়। – We first make our habits, and then our habits make us.
১৭. মানুষ বাঁচে তাহার কর্মে, বয়সের মধ্যে নহে। – We live in deed, not in years.
১৮. দৌড়ানো শেখার পূর্বে হাটা শিখতে হয়। – We must learn to walk before we can run.
১৯. দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। – We never know the worth of water till the well is dry.
২০. দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। – We stand or fall together.

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button