শিক্ষাই জাতির মেরুদণ্ড অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ শ্রেণি
শিক্ষা জাতির উন্নতির পূর্বশর্ত। শিক্ষার মাধ্যমে জাতি এগিয়ে যায় সমৃদ্ধির দিকে। শিক্ষাদীক্ষায়, জ্ঞানবিজ্ঞানে যে জাতি যত বেশি অগ্রসর সে জাতি তত উন্নত। শিক্ষার সাথে সকল উন্নতির কারণ সম্পর্ক জড়িত। শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতির প্রতিটি নাগরিক যদি জ্ঞানবিজ্ঞানে দক্ষতা লাভ করে যােগ্যতার অধিকারী হয় তবে নানা ক্ষেত্রে তারা প্রচুর অবদান রাখতে সক্ষম হবে। কাজেকর্মে তখন জাতি উন্নতি লাভ করবে, শিল্পব্যবসা-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করবে। অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি আনয়ন করে সমৃদ্ধ জাতি হিসাবে প্রতিষ্ঠা পাবে। অর্থনৈতিক সমৃদ্ধি জাতিকে মর্যাদাসম্পন্ন করে তােলে এবং জাতীয় জীবনে সুখের প্রাচুর্য আনয়ন করে। শিক্ষার মাধ্যমে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে। শিক্ষিত মানুষের মধ্যেই মহামনীষীর আবির্ভাব ঘটে। তারা নিজের জাতি ও সারা বিশ্বকে জ্ঞানের ও কর্মের অবদানে সমৃদ্ধ করে তােলেন। জাতীয় উন্নতির জন্যে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তার জন্যে দরকার পড়ে দক্ষ জনশক্তির। শিক্ষার মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে ওঠে। কারিগরি শিক্ষা, প্রকৌশল শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তিবিদ্যা, বাণিজ্যিক শিক্ষা, মানবিক শিক্ষা ইত্যাদি সবকিছু নানাভাবে মানুষকে সম্পদে পরিণত করে। জাতীয় জীবনে মানবসম্পদের প্রাচুর্য সৃষ্টি হলে সে জাতি সমৃদ্ধ ও গৌরবান্বিত জাতি হিসাবে প্রতিষ্ঠা পায়। বিশ্বে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। পৃথিবীতে যেসব দেশ জাতি উন্নতির শীর্ষে আরােহণ করেছে তার পেছনে রয়েছে শিক্ষা। শিক্ষা জাতীয় উন্নতির চাবিকাঠি একথা মনে রেখে জাতিকে শিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে। জাতীয় জীবন থেকে অনগ্রসরতা, দারিদ্র্য, কুসংস্কার ইত্যাদি দূর করার জন্যে শিক্ষার ব্যাপক সম্প্রসারণ দরকার। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। তাই নির্দ্বিধায় বলা যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড।