সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি। Creative test method paragraph for class 6 7 8 9 10

জ্ঞান অর্জনের বিকল্প নেই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এ জ্ঞান অর্জনের পন্থা বা পদ্ধতিতেও পরিবর্তন অপরিহার্য। তাইতাে বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ মােকাবিলায় ২০১০ সাল থেকে বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে যুক্ত হয়েছে ‘সৃজনশীল’ পরীক্ষা পদ্ধতি। এ পদ্ধতিতে সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। সৃজনশীল পাঠ্যক্রম কয়েকটি স্তরে বিভক্ত। যথা : জ্ঞান, অনুধাবন, প্রয়ােগ ও উচ্চতর দক্ষতা। সৃজনশীল পরীক্ষা পদ্ধতি মূলত পাঠ্যবইয়ের যেকোনাে বিষয়ের শিখনফলের উপর ভিত্তি করে যেকোনাে ধরনের উদ্দীপক এবং জ্ঞান, অনুধাবন, প্রয়ােগ ও উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন করা। একজন শিক্ষার্থী যদি সত্যিকার অর্থে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালােভাবে অধ্যয়ন করে থাকে তবে সে যথার্থভাবেই প্রতিটির উত্তর দিতে পারবে। এ পদ্ধতির ফলে শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা থেকে মুক্তি পাবে। ফলে তাদের সৃজনশীল জ্ঞান বৃদ্ধি পাবে। তাছাড়া পরীক্ষা পদ্ধতির ত্রুটির জন্য শিক্ষার্থীরা যেসব বৈষম্যের শিকার হতাে তাও বহুলাংশে দূর হবে। সুতরাং আমরা বলতে পারি, শিক্ষাক্ষেত্রের তথা দেশের উন্নয়নের জন্য সৃজনশীল শিক্ষা পদ্ধতি ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীরা যেকোনাে বিষয়ে তুলনামূলক আলােচনা করতে পারবে। ফলে তারা গ্রহণ করতে পারবে গঠনমূলক সিদ্ধান্ত, যা নিজের এবং দেশের জন্য সত্যিকার অর্থে কল্যাণকর বিষয়।